Thursday, August 21, 2025

একেই বলে লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। বৃহস্পতিবার শেয়ার বাজার (Share Market) খুলতেই একেবারে ফুলেফেঁপে উঠলেন লগ্নিকারীরা। এদিন বাজার খুলতেই একেবারে ২০০ পয়েন্ট বেড়ে ৮২ হাজার সূচক ছাড়িয়ে যায় সেনসেক্স (Sensex)। ইতিহাস গড়ে এই প্রথমবার ২৫ হাজার সূচক পেরোয় নিফটিও (Nifty)।

এদিন শেয়ার মার্কেট খোলার এক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। যার ফলে ৮২ হাজারের গণ্ডি পার করে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। অন্যদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় সেনসেক্স সর্বোচ্চ ৮২ হাজার ১২৯.৪৯ পয়েন্টে পৌঁছে যায়। যদিও পরে সেনসেক্স কিছুটা কমে ৮২ হাজারের নিচে নেমে আসে। এদিন সকাল ৯টা বেজে ২১ মিনিট নাগাদ ৩৩৪.৮৩ পয়েন্ট বেড়ে ৮২,০৭৬.১৭-তে পৌঁছয় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। ওই সময় ১০৪.৭০ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির গ্রাফ। যা দাঁড়িয়েছিল ২৫,০৫৫.৮৫ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কে ইতিবাচক প্রভাবের জেরেই এই উত্থান।

তবে এদিন ১০টি স্টক সবচেয়ে বেশি লাভ করেছে। মারুতি শেয়ার (৩.২৬%), পাওয়ারগ্রিড শেয়ার (২.৪০%), JSW স্টিল শেয়ার (২%) এবং টাটা স্টিল শেয়ার ১.৫০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ছাড়াও, মিডক্যাপ সংস্থাগুলির মধ্যে, অয়েল ইন্ডিয়া শেয়ার ৫.২৯% বৃদ্ধির সাথে, এনএএম-ইনাডি ৩.৫৩%, মাহিন্দ্রা ফাইন্যান্স ২.৩৩% লাভ হয়েছে বলে খবর।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version