Tuesday, November 4, 2025

একেই বলে লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। বৃহস্পতিবার শেয়ার বাজার (Share Market) খুলতেই একেবারে ফুলেফেঁপে উঠলেন লগ্নিকারীরা। এদিন বাজার খুলতেই একেবারে ২০০ পয়েন্ট বেড়ে ৮২ হাজার সূচক ছাড়িয়ে যায় সেনসেক্স (Sensex)। ইতিহাস গড়ে এই প্রথমবার ২৫ হাজার সূচক পেরোয় নিফটিও (Nifty)।

এদিন শেয়ার মার্কেট খোলার এক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। যার ফলে ৮২ হাজারের গণ্ডি পার করে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। অন্যদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় সেনসেক্স সর্বোচ্চ ৮২ হাজার ১২৯.৪৯ পয়েন্টে পৌঁছে যায়। যদিও পরে সেনসেক্স কিছুটা কমে ৮২ হাজারের নিচে নেমে আসে। এদিন সকাল ৯টা বেজে ২১ মিনিট নাগাদ ৩৩৪.৮৩ পয়েন্ট বেড়ে ৮২,০৭৬.১৭-তে পৌঁছয় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। ওই সময় ১০৪.৭০ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির গ্রাফ। যা দাঁড়িয়েছিল ২৫,০৫৫.৮৫ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কে ইতিবাচক প্রভাবের জেরেই এই উত্থান।

তবে এদিন ১০টি স্টক সবচেয়ে বেশি লাভ করেছে। মারুতি শেয়ার (৩.২৬%), পাওয়ারগ্রিড শেয়ার (২.৪০%), JSW স্টিল শেয়ার (২%) এবং টাটা স্টিল শেয়ার ১.৫০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ছাড়াও, মিডক্যাপ সংস্থাগুলির মধ্যে, অয়েল ইন্ডিয়া শেয়ার ৫.২৯% বৃদ্ধির সাথে, এনএএম-ইনাডি ৩.৫৩%, মাহিন্দ্রা ফাইন্যান্স ২.৩৩% লাভ হয়েছে বলে খবর।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version