ভূমিধসে মৃত্যু মিছিল কেরালার (Kerala) ওয়েনাড়ে। ২ সাংসদ-সুস্মিতা দেব ও সাকেত গোখলেকে অকুস্থলে পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, তৃণমূলের (TMC) রাজ্যসভার ২ সাংসদের দল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন।
“কেরালার ওয়েনাড ভূমিধসের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই মারাত্মক বিপর্যয়।
মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন।
আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের সহনুভূতি জানাই।“
We are greatly perturbed by the news of the Wayanad landslides in Kerala. It is really a grave disaster.
On humanitarian grounds, we are sending a team of two of our MPs – Saket Gokhale & Sushmita Dev – to visit the affected areas. They will stay there for two days and will…
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2024
বিধ্বংসী ভূমিধসের ঘটনায় আগেই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। এখনও পর্যন্ত ২৯০-এর মৃত্যু খবর মিলেছে। শতাধিক মানুষ নিখোঁজ। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ। বৃহস্পতিবার, ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।
