নথি দিতে না পারায় নার্সিংহোমের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর!

দিনের পর দিন নথি চাওয়া হচ্ছিল, অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তথ্য দিয়ে উঠতে পারছিল না।।এবার বড় পদক্ষেপ করল দক্ষিন ২৪ পরগনা জেলা স্বাস্থ‌্য দফতর (South 24 Parganas Health Department)। একটি নার্সিংহোমের লাইসেন্স বাতিল ও তিনটির লাইসেন্স একমাসের জন‌্য রদ করা হল। বৃহস্পতিবার জেলা স্বাস্থ‌্য দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, প্রায় একমাস ধরে জেলার বিভিন্ন ব্লকের নার্সিংহোমে অভিযান চালাচ্ছিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার সবদিক খতিয়ে দেখে বিষ্ণুপুরের এক নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হয়। জেলা স্বাস্থ‌্য প্রশাসন সূত্রে খবর, বারবার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল। কিন্তু তথ‌্য জমা দিতে পারেনি। এমনকি হিয়ারিংয়েও হাজির হয়নি নার্সিংহোম কতৃর্পক্ষ। তাই এদিন লাইসেন্স বাতিল করা হল বলে জেলা স্বাস্থ‌্য অর্ধিকর্তা জানিয়েছেন। এছাড়াও ভাঙড় এলাকার দু’টি এবং ক‌্যানিংয়ের একটি নার্সিংহোমের লাইসেন্স একমাসের জন‌্য সাসপেন্ড করা হয়েছে। জেলা স্বাস্থ‌্য প্রশাসন সূত্রে খবর, ক্লিনিক‌্যাল এস্টাব্লিশমেন্ট আইন (Clinical Establishment Act) মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।


Previous articleপ্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের
Next articleমন্ত্রী অরূপ রায়ের সই, প্যাড নকল করে প্রতারণার অভিযোগ! FIR দায়ের থানায়