Tuesday, November 11, 2025

ধ্বংসস্তুপের মাঝে প্রাণের খোঁজ, ওয়েনাড়ে ১০০ বাড়ি বানাবে কংগ্রেস

Date:

Share post:

শুক্রবার সকাল পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কেরালার ওয়েনাড় থেকে। তবে অন্ধকারে ছোট্ট আশার আলো হয়ে ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরেছেন চারজন। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অন্যদিকে ওয়ানাড়ের দুর্দশায় পাশে দাঁড়িয়ে অন্তত ১০০ বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন রাহুল গান্ধী।

ভারতীয় সেনা বৃহস্পতিবারেই বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ করে ওয়েনাড়ের মেপ্পাডির দূরবর্তী এলাকায় যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তারই মধ্যে শুক্রবার সকালে পদভেট্টি কুন্নু এলাকায় চারজনকে জীবিত উদ্ধার করে ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের মধ্যে দুজন মহিলা। দুজনেরই পায়ে চোট রয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্য়েই পুলিশ ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে নিখোঁজদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবারই ভূমিধ্বস বিধ্বস্ত ওয়েনাড়ে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণশিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। শুক্রবার তিনি মেপ্পাডি জেলার চুড়ামালায় যান। বন দফতরে প্রশাসনের থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান নেন। সঙ্গে ছিলেন ওয়ানাড়ের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীও। এছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল।

এই পরিস্থিতিতে যে কোনওভাবে ওয়েনাড় ও কেরালার মানুষের পাশে থাকার বার্তা দেন রাহুল। তিনি বলেন, “আমরা এখানে এসেছি যে কোনও পথে সাহায্য় করতে। কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই এখানে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দিতে।” সেই সঙ্গে তিনি জানান ওয়েনাড়ের পাশাপাশি কেরালার বহু জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। এই বিষয়টিই দিল্লিতে সংসদে পেশ করার কথা জানান তিনি। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে আলাদভাবে সামলানোর অনুরোধ জানান তিনি।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...