Friday, May 23, 2025

জয়া অমিতাভ বচ্চন: নাম নিয়ে অবস্থান বদল! জয়ার কীর্তিতে হেসে গড়ালেন ধনকড়

Date:

Share post:

“আমাকে শুধু জয়া বচ্চন (Jaya Bachchan) বললেই যথেষ্ট”- ২৯ জুলাইয়ের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজের রাজ্যসভায় নাম বললেন, জয়া অমিতাভ বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদের কীর্তিতে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কারণ কয়েকদিন আগেই নাম নিয়ে বেজায় চলেছিলেন ‘ধন্যি মেয়ে‘ জয়া।বিয়ের আগে ছিলেন জয়া ভাদুড়ি। তখন থেকে তিনি জনপ্রিয় অভিনেত্রী। এরপর বিয়ে করেন অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan)। পদবি পরিবর্তন করে হন জয়া বচ্চন। কিন্তু নিজের নামের সঙ্গে কখনই স্বামীর নাম জুড়তে দেখা যায়নি জয়াকে। দীর্ঘদিনের সাংসদ। সেখানেও তিনি জয়া বচ্চন বলেই পরিচিত। কিন্তু গোল বাধল ২৯ জুলাই। সেদিন রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন”। শুনেই মেজাজ হারান বলিউডের ‘রাগি আন্টি’। সাফ জানান, “আমাকে শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।” কিন্তু ডেপুটি চেয়ারম্যান নথি দেখিয়ে বলেন “আপনার পুরো নাম এটাই লেখা আছে। সেজন্যই আমি এই নাম বলেছি।” কিন্তু তাতেও শান্ত হননি সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওঁদের নিজেদের কোনও অস্তিত্ব নেই। ওঁর কোনও নিজের উপলব্ধি নেই।” তবে, পরে সামলে নিয়ে সেদিন নিজের ভাষণ দেন জয়া (Jaya Bachchan)।

চিত্রটা পুরো উল্টে গেল ২ অগাস্ট। সেদিন রাজ্যসভায় বলতে উঠে”জয়া অমিতাভ বচ্চন” বলে নিজের পরিচয় দেন সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”স্যার, আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি।” এটা বলা মাত্র হাসতে শুরু করেন ধনকড়। শুধু তিনি নন, হাসিতে ভরে ওঠে পুরো অধিবেশন কক্ষ। হেসে ফেলেন জয়া নিজেও। এরপরেই ধনকড়ের অকপট স্বীকারোক্তি, ”এই প্রথমবার আপনাকে বলতে চাই, আমি আপনার ও অমিতাভজি দুজনেরই ফ্যান।”

সব মিলিয়ে হাস্যরসেই নাম বিতর্কে ইতি পড়ল বলে মনে করছেন সাংসদরা।






spot_img

Related articles

বোসের বদলে বেলা! রাজভবনে পালাবদল যেন অঞ্জনের গান

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে...

উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত ৪৫, জারি সতর্কতা

মর্মান্তিক! প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের প্রাণ কাড়ল উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে(Thunderstorm) ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪৫ জনের।...

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানালেন জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরাকে(Jasprit Bumrah) নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলতে পারবেন...

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা! বিপাকে ভারতের প্রতিনিধি দল

নিজের দেশের উপর জঙ্গি কার্যকলাপ থামাতে গিয়ে অন্য দেশের নিরন্তর অশান্তির মুখে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায়...