Saturday, January 31, 2026

রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে DVC, একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা: নজর রাখছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বারবার রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে দমোদর ভ্যালি করপরের্শন। ফলে বর্ষায় প্লাবিত হয় বাংলা। এবারও একই ঘটনা। একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। এর মধ্যেই রাজ্যকে না জানিয়েই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, নবান্নে সাংবাদিক বৈছক করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) জানান, “দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে প্রবল বৃষ্টি হচ্ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে না জানিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী ৫-৬ তারিখে ভরা কোটাল রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাট, আমতা প্রভৃতি অঞ্চলকে DVC-র জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটাল প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাজ্য সরকার সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছে।”বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে জল ছাড়ছে DVC। আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়বে বলে জানা গিয়েছে। ফলে বন্যার আশঙ্কা বাড়ছে। রাজ্য সরকার ইতিমধ্যে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। অনুরোধ করা হয়েছে যাতে এই জল একতরফাভাবে একসঙ্গে না ছাড়া হয়। বদলে অল্প অল্প করে জল ছাড়ার পরিকল্পনা নেওয়ার অনুরোধও করা হয়েছে। এমন পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন, “আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন। বিশেষ করে ৫-৬ তারিখ সতর্ক থাকুন।”

দুর্যোগের সঙ্গে অমাবস্যার ভরা কোটালে আগামী সোম ও মঙ্গলবার নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রয়োজনে সেই এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতির উপরে নজরদারির জন্য মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও জেলাপ্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে এদিন নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিভাগের কর্মীদের ছুটি বাতিল করে তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পর্যাপ্ত ত্রাণ মজুত করা-সহ জেলা ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, দক্ষিণবঙ্গই শুধু নয়, উত্তরের আলিপুরদুয়ারেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী চার-পাঁচদিন কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক এলাকায় হড়পা বান, জলস্ফিতির আশঙ্কা থাকছে।






spot_img

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...