শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে/ তোমারি সুরটি আমার মুখের ‘পরে বুকের ‘পরে- রবিঠাকুরের সেই গানের রেশ ধরেই কলকাতা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউট আয়োজন করেছিল ‘শ্রাবণের ধারার মতো’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ আধিকারিকরা। ছিলেন পীযুষ পান্ডে, তরুণ তিয়াগি, জয়েন্ট সিপি হেড কোয়ার্টার মিরাজ খালিদ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ বিশিষ্ট আধিকারিকরা।

পুলিশ অ্যাথলেটিক ক্লাব টেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি মিরাজ খালিদ বলেন, বর্ষার সময়কে আরও রঙিন করে তুলতে আজকের এই আয়োজন। যারা দিনরাত এক করে পরিষেবা দেন, তাদের মধ্যেও যে সাংস্কৃতিক ভাবধারা কাজ করে , আজকের অনুষ্ঠান তার প্রমাণ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, যে ট্রাফিকর অফিসাররা শহরকে সচল রাখতে সাহায্য করেন, তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত।

পুলিশ পরিবারের যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদেরও আজকের এই অনুষ্ঠানটিতে সংবর্ধনা দেওয়া হয়। ছিল নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।
