রাজধর্ম পালনে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই, দলের তরফ থেকে অখিল গিরিকে (Akhil Giri) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই মতো সোমবার, মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেন তিনি। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন অখিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, অখিল গিরি ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। আমি গ্রহণ করেছি।
এদিন দলের সিদ্ধান্ত মেনেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল। সোমবার দলের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগ পত্র জমা দিয়ে বলেন, “দল আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি তা মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি।”