বিধানসভায় বিরল সৌজন্যের ছবি! শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে ঐক্যের ছবি ধরা পড়ল। আর তার মূল সুর প্রথমেই বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে (Shobhandev Chatterjee) তৃণমূলের আনা প্রস্তাবে বিরোধী দলনেতা শুভেন্দুর একটি মন্তব্য যোগ করে নিতে বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এমনকী, সেটি যোগ হওয়ার পরে আবার বিধানসভায় (Assembly) সংশোধিত প্রস্তাব পেশ করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় আন্দোলনে বাংলার বিরাট অবদান রয়েছে। নেতাজি গোটা দেশকে জাগিয়ে তুলেছিল। আমরা সবার জন্মদিবস পালন করি। কারণ আমরা বিভেদে বিশ্বাসী নই।
অনন্ত মহারাজের বাড়ি গিয়ে সম্প্রতি সৌজন্য বিনিময় করেন মখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ এদিন বিধানসভায় তোলে বিরোধীরা। তাঁর উত্তরে মমতা বলেন, “অনন্ত মহারাজের সঙ্গে এক কাপ চা খেতে কী অসুবিধে। আপনি ডাকলে আপনার (শুভেন্দুর উদ্দ্যেশে) বাড়িতেও যেতে পারি। শুধু অন্ধ বিরোধিতা করবেন না। আসুন আমরা অখন্ড বাংলাকে রক্ষা করি।“
অধিবেশনের শেষে যখন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাইতে শুরু করেন তখন তৃণমূলের সঙ্গে বিজেপি বিধায়করাও গলা মেলান। বাদল অধিবেশনের শেষদিনে এই প্রথমবার রাজ্য সঙ্গীত গাইলেন বিজেপি বিধায়করা।