প্যারিস অলিম্পিক্সে নজির অবিনাশ সাবলের, পৌঁছালেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে

সোমবার প্যারিস অলিম্পিক্সে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের দৌড়ে নেমেছিলেন অবিনাশ।

চলতি প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত শুটিং ছাড়া সেরকম কোন ইভেন্টে পদক জয় করেনি ভারত। তবে এরই মধ্যে নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ সাবলে। প্রথম ভারতীয় হিসাবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন তিনি। টোকিও অলিম্পিক্সে ফাইনালে উঠতে পারেননি অবিনাশ। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন তিনি।

সোমবার প্যারিস অলিম্পিক্সে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের দৌড়ে নেমেছিলেন অবিনাশ। সেখানে প্রতিটি হিট থেকে প্রথম পাঁচ জন সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করেন। অবিনাশ শেষ করেন পাঁচ নম্বরে। ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড সময় নেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে যোগ্যতা অর্জন করতে। সেই হিটে প্রথম হন মরক্কোর মোহামেদ টিনডফ্ট। তিনি সময় নেন ৮ মিনিট ১০.৬২ সেকেন্ড।

ফাইনালে উঠে অবিনাশ বলেন, “আমি শেষের দিকে দম বাঁচাচ্ছিলাম। জানি, প্রথম পাঁচে থাকলেই সরাসরি যোগ্যতা অর্জন করতে পারব। তাই নিজের পুরোটা এখানে দিইনি। ফাইনালে নিজের সবটা দেব।”

আরও পড়ুন- আজ অলিম্পিক্সের সেমিফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ জার্মানি

 


Previous articleসীমান্তে শুরু যাতায়াত, আশঙ্কা নিয়ে দেশে ফেরা বাংলাদেশী নাগরিকদের
Next articleপাকিস্তানের মদতেই হাসিনা সরকারের পতন! সর্বদল বৈঠকে কী ইঙ্গিত বিদেশমন্ত্রী জয়শঙ্করের