Saturday, November 15, 2025

পাকিস্তানের মদতেই হাসিনা সরকারের পতন! সর্বদল বৈঠকে কী ইঙ্গিত বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Date:

সোমবার সকালেই ঢাকায় অবস্থিত পাক কনস্যুলেট স্বীকার করে নিয়েছিল, আন্দোলকারীরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা সাহায্য করছে। এরপরেই ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে আসতে হয় শেখ হাসিনাকে (Sheik Hasina)। বাংলাদেশের (Bangladesh) হাসিনা সরকারের পিছনে পাক-মদতের অভিযোগ উঠছে বারবার। মঙ্গলবার, দিল্লিতে সর্বদল বৈঠকেও বিদেশমন্ত্রী সুব্রমনিয়ম জয়শঙ্কর (S Jayshankar) এমনই ইঙ্গিত দিলেন। এই প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্নর উত্তরে একথা জানান তিনি।এদিন বৈঠকে রাহুল জানতে চান, বাংলাদেশে (Bangladesh) হাসিনা সরকারের পতনে কি অন্য দেশে হাত আছে? উত্তরে বিদেশমন্ত্রী জানান, এক পাকিস্তানি কুটনীতিক নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপিতে বাংলাদেশের গণ আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিদেশমন্ত্রী জয়শঙ্করের জবাবের পরে রাহুলের প্রশ্ন ছিল, ভারত সরকার বাংলাদেশ নিয়ে কী ভাবছে? কোন পথে এগোবে দিল্লি? এর উত্তরে জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। সর্বক্ষণ মনিটর করছেন আইবি, র-র শীর্ষ কর্তারা। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দ্রুত ভারতীয়দের এদেশে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন বিদেশমন্ত্রী৷ এদিনের সর্বদল বৈঠকে রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর যেভাবে পাকিস্তানি কূটনীতিবিদের সোশাল মিডিয়া প্রসঙ্গ তুলে ধরেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

দিল্লিয় সরকারি সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দাদের পাওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশের আন্দোলনের মূল হোতা বলে যে ইসলামি ছাত্র শিবির বা আইসিএসকে দায়ী করা হচ্ছে, তারা বাংলাদেশের উগ্র রাজনৈতিক দল জামাত-ই ইসলামির ছাত্র সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র তরফে সক্রিয় মদত যোগানো হয়েছে ইসলামি ছাত্র শিবিরকে৷ বিদেশ থেকে পাওয়া প্রচুর টাকার জোরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এত দ্রুত নিজেদের সংঘবদ্ধ করতে পেরেছে এই উগ্রবাদী ছাত্র সংগঠন। রাতারাতি এই ঘটনা ঘটানো হয়নি, দিনের পর দিন ধরে পরিকল্পনা করেই এগিয়েছে ইসলামি ছাত্র শিবির। আর এসবের নেপথ্যে ছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এই তথ্য হাতে পেয়েই নড়ে চড়ে বসেছেন দিল্লির কেন্দ্রীয় গোয়েন্দারা৷






Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version