ফাইনালে নীরজ, সহজেই পার করলেন যোগ্যতা অর্জন পর্ব

নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে রয়েছে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ।

0
3

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনার দৌড় শুরু টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিনের যোগ্যতা অর্জন পর্ব সহজেই পার করলেন তিনি। এদিন গ্রুপ ‘বি’-তে প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ ।

নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে রয়েছে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ। নীরজ প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন । যার ফলে সরাসরি ফাইনালে পৌঁছে যান তিনি। নীরজ ছারাও ফাইনালের টিকিট পেয়েছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়েছেন ৮৮.৬৩ মিটার। রয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম । তিনি ছুড়েছেন ৮৬.৫৯ মিটার ।

এদিকে গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। কিন্তু ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন। কিন্তু প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারননি কিশোর।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে নজির অবিনাশ সাবলের, পৌঁছালেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে