চলতি বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠান করতে আসার কথাই ছিল। কিন্তু কলকাতা ছিল না তালিকায়। ফলে মন খারাপ ছিল মহানগরের। কিন্তু সুর রসিকদের জন্য সুখবর। কলকাতায় (Kolkata) আসছেন রক স্টার (Rock Star) ব্রায়ান অ্যাডামস (Brayan Adams)। সম্প্রতি অ্যাডামস জানিয়েছিলেন, তিনি ‘সো হ্যাপি ইটস হার্টস’ নামে বিশ্ব সফরে বেরোবেন। সেই সময়ই তিলোত্তমায় আসবেন বলে জানিয়েছেন গায়কের কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী।
আয়োজক জানান, ৮ ডিসেম্বর কলকাতার ‘অ্যাকোয়াটিকা’য় ব্রায়ানের শো। এছাড়া ভারতের আরও চারটি শহর— গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে শো করবেন রক তারকা। ১৬ ডিসেম্বর হায়দরাবাদেই তাঁর এই সফরের শেষ শো। এই সফর নিয়ে ব্রায়ান (Brayan Adams) লিখেছেন, ‘‘আমি আবার ভারতে আসছি। খুব উত্তেজিত। এ বার আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’’
রাজদীপ জানিয়েছেন, শোয়ের টিকিটের দাম শুরু হবে ১৯৬৯ টাকা থেকে। তবে এই দাম বাড়তে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। তাঁর আশা, অ্যাকোয়াটিকা কাণায় কাণায় পূর্ণ থাকবে।