Friday, December 19, 2025

সীমান্তে শুরু যাতায়াত, আশঙ্কা নিয়ে দেশে ফেরা বাংলাদেশী নাগরিকদের

Date:

Share post:

ভারতের তরফ থেকে যখন সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে ভারতের প্রশাসন, তখন ভারতের চিকিৎসার জন্য আসা বাংলাদেশী নাগরিকরা আতঙ্ক নিয়েই প্রবেশ করা শুরু করলেন নিজেদের দেশে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার নির্দেশ জারি করেছিলেন রাষ্ট্রপতি সাহবুদ্দিন চুপ্পু। সেই নির্দেশের পরে অশান্তির মধ্যেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনজীবন। তবে ভারতের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে ফেরার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তারই মধ্যে সীমান্তে মঙ্গলবার সকাল থেকে শুরু হল যাতায়াত। বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রাপোল সীমান্তে বৈঠকও করেন বর্তমান পরিস্থিতিতে সীমান্ত রক্ষী বাহিনীর কার্যকলাপ নিয়ে।

মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগণার পেট্রাপোল সীমান্তে শুরু হয় যাতায়াত। চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশের নাগরিকরা দেশের ফেরার প্রক্রিয়া শুরু করেন। সেই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে আসতে দেখা যায় বাংলাদেশের নাগরিকদের। বিএসএফ ডিজি পেট্রাপোল সীমান্তে গিয়ে দু দফায় জওয়ান ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে পদক্ষেপ নেবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সেনা, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে বর্তমানে সীমান্তের পরিস্থিতি নিয়েও রিপোর্ট নেন ডিজি।

একইভাবে ভারত-বাংলাদেশ সীমান্তে জলপাইগুলি চেকপোস্টেও শুরু হয় দুই দেশের মধ্যে যাতায়াত। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে চিকিৎসা বা ব্যবসার কাজে আসা বাংলাদেশের নাগরিকদের ফিরে যেতে দেখা যায়। তবে রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের পারে গণ্ডগোল হওয়ার পরে সেখানে অতিসজাগ সীমান্ত রক্ষী বাহিনী। সেখানে যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএসএফ।

অন্যদিকে ভারতের তরফ থেকে ঢাকায় বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল এয়ার ইন্ডিয়া। সেই পথেই রবিবার হেঁটেছে ইন্ডিগো-ও। তবে ঢাকা বিমান বন্দর থেকে মঙ্গলবার সকাল থেকে বিমান ওঠানামা শুরু হয়। ঢাকা থেকে কলকাতা বিমান বন্দরেও এসে পৌঁছায় একটি বিমান। সেই বিমানে ভারতীয় নাগরিকরা যেমন দেশে ফেরেন। তেমনই বাংলাদেশের বহু নাগরিককেও সেই বিমানে ভারতে আসতে দেখা যায়। দেশে অশান্তির কারণে দেশ ছাড়ার কথাও শোনা যায় তাঁদের মুখে। বাংলাদেশের ভিতরে রেল পরিবহন শুরু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। রবিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সেদেশের রেল যোগাযোগ। সেই সঙ্গে ভারতের মৈত্রী এক্সপ্রেসের যাতায়াতও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...