Thursday, August 21, 2025

অবশেষে স্বস্তি! বিশেষ বিমানে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ ভারতীয় 

Date:

Share post:

অশান্ত বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) ফিরলেন ২০৫ ভারতীয়! বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিশেষ বিমানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগের পরও উত্তাল বাংলাদেশ। এখনও পর্যন্ত ওপার বাংলায় আটকে রয়েছেন কমপক্ষে ১৯ হাজার ভারতীয়। এমন আবহে বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে ফিরলেন ৬ শিশু -সহ ২০৫ জন।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে। সূত্রের খবর, বুধবারই দিল্লি-ঢাকা রুটে বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। ওই রুটে আপাতত প্রতিদিন মাত্র দু’টি উড়ান চালু থাকবে বলে খবর। তবে শুধু এয়ার ইন্ডিয়া বললে ভুল হবে। বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে হাঁটছে ভিস্তারা এবং ইন্ডিগোও। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতগুলি উড়ান চালু থাকবে, তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না।

সোমবারই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে যায় ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন, বাস। ফলে দু’দেশেই আটকে পড়েন বহু নাগরিক। তবে মঙ্গলবার দুপুর থেকেই খুলে দেওয়া হয়েছে পেট্রাপোল, বেনাপোল, হিলিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থলবন্দরের গেট। বুধবার চালু হয়েছে বিমান পরিষেবাও। তবে বুধবার ২০৫ জন ভারতে ফিরলেও অগ্নিগর্ভ বাংলাদেশের অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে জল্পনা কাটছে না।


spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...