অলিম্পিক্সে কুস্তিতে পদক ভারতের, ব্রোঞ্জ পদক জয় আমন শেরাওয়াতের

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। এবার পদক এল কুস্তি থেকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারালেন দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক এল ভারতের ঝুলিতে।

এদিন ব্রোঞ্জ ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান আমন। প্রতিপক্ষকে একের পর এক মাত দেন তিনি। ম্যাচে একটা সময়ে ২-৩ পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরে আসেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বার করে প্রথম দু’পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ৬-৩ এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ভুল করায় ব্যবধান কমে হয়ে ৫-৬। আবার বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ৮-৫ এগিয়ে যান। এরপর ফিরে তাকাতে হয়নি ভারতীয় কুস্তিগিরকে। শেষমেশ ১৩-৫ ম্যাচ জয় করেন আমন।

গতকাল প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হারের মুখ দেখেছিলেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে জাপানের রেই হিগুচির কাছে হারেন তিনি। ০-১০ স্কোরে হেরে যান ভারতীয় কুস্তিগির। মাত্র দেড় মিনিটের মধ্যে জিতেছিলেন হিগুচি।

আরও পড়ুন- ঝুলে রইল আবেদনের রায়, বিনেশকে নিয়ে হল না কোনও সিদ্ধান্ত