Thursday, December 25, 2025

শীর্ষ আদালতে ‘লাপাতা লেডিস’: আমির-কিরণের পাশে ফিল্ম দেখলেন চন্দ্রচূড়-সহ বিচারপতিরা

Date:

Share post:

বউ হারানো, মেয়ে হারানো, মা হারানো-শীর্ষ আদালতে ‘লাপাতা লেডিস’: আমির-কিরণের পাশে ফিল্ম দেখলেন চন্দ্রচূড়-সহ বিচারপতিরা। বিভিন্ন রকম মামলা রোজই ওঠে দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। তবে একসারিততে বসে বিচারপতিদের সঙ্গে বাদী-বিবাদী সব পক্ষ সেই ঘটনা দেখেন এরকম বোধহয় এর আগে হয়নি। আসলে ফিল্ম দেখানো হল সুপ্রিম কোর্টে। আর সেই ছবি হল আমির খান প্রোডাকশনের কিরণ রাও পরিচালিত ছবি, ‘লাপাতা লেডিস’। শুক্রবার সন্ধেয় বিশেষ প্রদর্শনী উপলক্ষ্যে এজলাসে উপস্থিত হন বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ আমির খান (Amir Khan) এবং কিরণ রাও (Kiran Rao)। আর তাঁদের দেখতে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। শেষে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur) বলেই ফেলেন, আদালতে আমি পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে দিতে পারি না।

দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ভরা এজলাস৷ চলছে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি৷ হঠাত্‍ই সামান্য শোরগোলে শুনে মুখ তুলে তাকান প্রধান বিচারপতি এবং তাঁর সহযোগী বিচারপতিরা৷ এজলাসের ঠিক মাঝখানে রাখা চেয়ারের সারির সামনে এসে দাঁড়ান ডেনিম জিন্স আর কুর্তা পরিহিত চশমা চোখের এক মধ্যবয়সী ব্যক্তি৷ প্রথমেই বিচারপতিদের নমস্কার জানালেন তিনি৷ প্রতি নমস্কার করলেন বিচারপতিরাও৷ তার পরের মুহূর্তেই শুরু হল হুড়োহুড়ি৷ সবাই ওই তাঁর কাছে পৌঁছতে চাইছেন৷ পরিস্থিতি দেখে আর চুপ করে থাকতে পারলেন না ডি ওয়াই চন্দ্রচূড়৷ সাফ জানালেন, “আদালতে আমি পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটতে দিতে পারি না৷ তবে একইসঙ্গে আমরা ভুলবো না আমির খানকে স্বাগত জানাতে৷ স্বাগত মি: আমির খান৷” প্রধান বিচারপতির কথার সূত্র ধরেই গোটা এজলাস অভিনন্দন জানায় বলিউড তারকা আমির খানকে৷ আধ ঘণ্টা ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের একেবারে সামনের সারিতে বসে থেকে বিভিন্ন মামলার শুনানি পর্ব খুঁটিয়ে লক্ষ্য করেন আমির৷ সঙ্গে ছিলেন কিরণ রাও৷

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল ‘লাপাতা লেডিস’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী৷ এই উপলক্ষ্যে এসেছিলেন আমির-কিরণ৷ তাঁদের সঙ্গেই ছবিটি দেখেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, অন্যান্য বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যরা৷ ছিলেন রেজিস্ট্রি-সহ আদালতের অন্যান্য বিভাগের কর্মীরাও৷

আরও পড়ুন- ডায়মন্ড হারবারের উন্নয়নের হালহকিকৎ জানতে শনিবার প্রশাসনিক বৈঠক অভিষেকের

আদালতকে এক সূত্রে বাঁধার লক্ষ্যেই এই ভাবে একযোগে সিনেমা দেখার পরিকল্পনা বলে শীর্ষ আদালতের রেজিস্ট্রি সূত্রে খবর৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্যোগে এই ভাবে তাঁর তৈরি সিনেমার প্রদর্শনীতে অভিভূত কিরণ রাও৷ নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে কিরণ বলেন, “আমরা প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞ৷ উনি যেভাবে আমাদের সম্মান দিয়েছেন তা এককথায় অভিভূত৷” ছবিটা কেমন লাগলো? সে বিষয়ে অবশ্য নিজের চূড়ান্ত রায় শোনাননি প্রধান বিচারপতি।

 

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...