আদালতে, এজলাসে যখনই মুখোমুখি হয়েছেন তখনই বাগযুদ্ধ বেঁধে গিয়েছে দুজনের। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবার যৌথ সংসদীয় কমিটিতে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও তৃণমূল-সহ বিরোধীদের প্রবল বাধার মুখে পাশ করাতে পারেনি মোদি সরকার। সেটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষিত হয়। আর দেখা যায়, কমিটিতে রয়েছেন বিজেপির (BJP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ওয়াকফ বিল পর্যবেক্ষণের যে কমিটি হয়েছে সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রত্যাশিতভাবেই শাসক শিবিরের। ২১ জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। কংগ্রেসের তরফে রয়েছেন গৌরব গগৈ, ইমরান মাসুদ, মহম্মদ জাভেদ। তৃণমূলের একমাত্র প্রতিনিধি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
শুক্রবার সংসদের দুই কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। আগামী অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়াকফ বিল পর্যবেক্ষণের কমিটির রিপোর্ট জমা দিতে হবে। এখন যৌথ কমিটির বৈঠকেও কল্যাণ-অভিজিৎ বাগবিতণ্ডায় জড়ান কি না, সেদিকেই নজর সবার।