Friday, November 14, 2025

ওয়াকফ বিল পর্যবেক্ষণের কমিটিতে অভিজিৎ-কল্যাণ, বৈঠকেও কি বাদানুবাদের ‘চেনা ছবি’!

Date:

আদালতে, এজলাসে যখনই মুখোমুখি হয়েছেন তখনই বাগযুদ্ধ বেঁধে গিয়েছে দুজনের। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবার যৌথ সংসদীয় কমিটিতে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও তৃণমূল-সহ বিরোধীদের প্রবল বাধার মুখে পাশ করাতে পারেনি মোদি সরকার। সেটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষিত হয়। আর দেখা যায়, কমিটিতে রয়েছেন বিজেপির (BJP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি থাকাকালীন বিভিন্ন মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে পদে ইস্তফা দিয়েই বিজেপি যোগ ও প্রার্থী হওয়ার পরেও তৃণমূল সাংসদ কল্যাণের তিরে বিদ্ধ হয় বিজেপি নেতা। এমনকী, অভিজিৎকে নিয়ে টিপ্পনি কাটতেও ছাড়েননি তৃণমূল সাংসদ।

শুক্রবার ওয়াকফ বিল পর্যবেক্ষণের যে কমিটি হয়েছে সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রত্যাশিতভাবেই শাসক শিবিরের। ২১ জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। কংগ্রেসের তরফে রয়েছেন গৌরব গগৈ, ইমরান মাসুদ, মহম্মদ জাভেদ। তৃণমূলের একমাত্র প্রতিনিধি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

শুক্রবার সংসদের দুই কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। আগামী অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়াকফ বিল পর্যবেক্ষণের কমিটির রিপোর্ট জমা দিতে হবে। এখন যৌথ কমিটির বৈঠকেও কল্যাণ-অভিজিৎ বাগবিতণ্ডায় জড়ান কি না, সেদিকেই নজর সবার।






Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version