Monday, December 22, 2025

আরজি কর কাণ্ড: আততায়ী পূর্ব পরিচিত? প্রতিহিংসা থেকেই কি খুন?

Date:

Share post:

প্রথমে আত্মহত্যা বলা হলেও পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সকলে শিউরে উঠছেন। আত্মহত্যা তো নয়, এ ঘটনা ভয়ঙ্কর এক খুনের। আর জি কর (R G Kar) কাণ্ডে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আর জি করের ডাক্তারি পড়ুয়া ওই তরুণীকে। আঘাত থেকেই খুনের মোটিভ পরিষ্কার। পুরোনো রাগ, প্রতিহিংসা থেকেই এই খুন হতে পারে! পাশাপাশি, আততায়ী পূর্ব পরিচিত হওয়ার সম্ভাবনাই বেশি। খুনের সময় একের অধিক ব্যক্তির উপস্থিতি থাকতে পারে। কারণ, ভিকটিম মৃত্যুর আগে আততায়ী বা আততায়ীদের প্রবল বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলেও ময়না তদন্তের রিপোর্ট থেকে অনুমান করা যায়।

তরুণীর সারা শরীর ক্ষতবিক্ষত৷ শরীরজুড়ে কমপক্ষে ১০টা আঘাতের চিহ্ন৷ দু’টো চোখ থেকেই রক্ত বেরিয়েছে৷ মুখ, ঠোঁট, পেট, ঘাড়, হাত-পা কোথায় করা হয়নি আঘাত! রক্তাক্ত গোপনাঙ্গও৷ পুলিশের প্রাথমিক রিপোর্ট যা বলছে, তাতে রীতিমতো শিউরে উঠতে হয়৷ তরুণী চিকিৎসকের শরীরে এতগুলি আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ী কোনও রাগ এবং প্রতিহিংসা থেকেই এই খুন করে থাকতে পারে৷ এমনকি, আততায়ী মৃতার পূর্ব পরিচিত হয়ে থাকতে পারে বলেও অনুমান করছে পুলিশ৷

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে, ২২ বছরের ওই তরুণী চিকিৎসকের শরীরের বিভিন্ন জায়গায় মোট ১০টি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে৷ প্রাথমিক রিপোর্ট অনুসারে পুলিশের দাবি, তরুণীর দুই চোখ থেকেই রক্ত বেরিয়েছে। রক্তে বেরিয়েছে মুখ থেকেও। মৃতার গোপনাঙ্গেও ক্ষতচিহ্ন মিলেছে। তরুণীর চিকিৎসকের বাঁ পায়ে, পেটে, বাম পায়ের গোড়ালিতে, ঘাড়ে আঘাতের চিহ্ন মিলেছে৷ ডান হাতের অনামিকা ও ঠোঁটেও ছিল আঘাতের চিহ্ন। আঘাত করা হয়েছে মুখে৷ আঘাতের চিহ্ন মিলেছে নখের কাছেও। দেহের কলার বোনের কাছে ডান দিকে হাড়ের একটা অংশ ভাঙা৷ যদি কারও গলা হাত দিয়ে টেপা হয়ে থাকে সজোরে, এমন হাড় ভাঙতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা৷ তা সত্ত্বেও কী ভাবে ওই হাড় ভেঙে থাকতে পারে, তা নিয়ে চলছে তদন্ত৷

শুক্রবার সকালে তরুণীকে আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলার এক সেমিনার হলে নিচু একটি খাটের মতো জায়গায় সংজ্ঞাহীন ও বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ নিচু একটি খাটের মতো অংশে নীল চাদরের উপরে পড়েছিল তাঁর দেহ৷ ফরেন্সিক বিশেষজ্ঞ জানিয়েছেন, সেই নীল চাদরের কিছু জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছে৷ পুলিশের প্রাথমিক রিপোর্ট বলছে, সেই নীল চাদরে রয়েছে প্রচুর চুল ও রক্ত৷ তরুণীর মাথা দেহের মাথা ছিল পশ্চিম দিকে আর পূর্ব দিকে পা ছিল। দেহ ‘অর্ধনগ্ন’ অবস্থায় মিলেছে। পরনের পোশাক, অন্তর্বাস ছিল অবিন্যস্ত। দেহের পাশে পড়েছিল পরনের নীল জিন্স ও একটি ভাঙা চুলের ক্লিপ৷

আরও পড়ুন: ৬২ জন যাত্রী নিয়ে ব্রাজিলের জনবহুল এলাকায় ভেঙে পড়ল বিমান, সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

 

spot_img

Related articles

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...

বিপদ! কাকভোরে পুলিশের দ্বারস্থ উরফি

হঠাৎ বিপদগ্রস্ত সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)! অদ্ভুত ফ্যাশনে নিমেষের মধ্যেই ভাইরাল (Viral Urfi) হয়ে যান...