Wednesday, November 5, 2025

মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর নির্দেশে আর জি করে আমূল বদলের প্রস্তুতি

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের মতো মর্মান্তিক ঘটনার পরই আর জি কর মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। মেডিক্যাল কলেজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন এক শ্রেণির পড়ুয়া ডাক্তাররা। এরপরই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে প্রস্তাব করেন। পার্শ্ববর্তী ট্রাম ডিপো এলাকাকে জুড়ে অ্যানেক্স বিল্ডিং বানানো পরিকল্পনা রাতারাতি নেওয়া শুরু করে পূর্ত দফতর। এলাকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে পড়ুয়াদের সব দাবিই মেনে নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

শনিবার সকালেই পড়ুয়াদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৈঠক শেষে পড়ুয়ারাও জানান তাঁদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, “জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছিলেন তা মানা হয়েছে। সিসি ক্যামেরা আজ থেকে বসানো শুরু হয়েছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা ছিল তাই দোষীকে তাড়াতাড়ি ধরা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু সবই সমাধান হবে। শনিবারই পিডব্লুডি পরিদর্শন করবে। রবিবার থেকেই কাজ শুরু হবে।” সেই সঙ্গে অধ্যক্ষ আশ্বস্ত করেন পুলিশ পেট্রোলিং চলবে বলেই।

অন্যদিকে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবারই আর জি করের পাশের ট্রাম ডিপোর জমি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক ও কমিশনার। এই জায়গাতেই হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং তৈরি হবে বলেও জানান তিনি। পিডব্লুডি বিভাগের পরিদর্শনের পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, জানান তিনি।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...