Sunday, November 9, 2025

মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর নির্দেশে আর জি করে আমূল বদলের প্রস্তুতি

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের মতো মর্মান্তিক ঘটনার পরই আর জি কর মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। মেডিক্যাল কলেজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন এক শ্রেণির পড়ুয়া ডাক্তাররা। এরপরই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে প্রস্তাব করেন। পার্শ্ববর্তী ট্রাম ডিপো এলাকাকে জুড়ে অ্যানেক্স বিল্ডিং বানানো পরিকল্পনা রাতারাতি নেওয়া শুরু করে পূর্ত দফতর। এলাকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে পড়ুয়াদের সব দাবিই মেনে নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

শনিবার সকালেই পড়ুয়াদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৈঠক শেষে পড়ুয়ারাও জানান তাঁদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, “জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছিলেন তা মানা হয়েছে। সিসি ক্যামেরা আজ থেকে বসানো শুরু হয়েছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা ছিল তাই দোষীকে তাড়াতাড়ি ধরা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু সবই সমাধান হবে। শনিবারই পিডব্লুডি পরিদর্শন করবে। রবিবার থেকেই কাজ শুরু হবে।” সেই সঙ্গে অধ্যক্ষ আশ্বস্ত করেন পুলিশ পেট্রোলিং চলবে বলেই।

অন্যদিকে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবারই আর জি করের পাশের ট্রাম ডিপোর জমি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক ও কমিশনার। এই জায়গাতেই হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং তৈরি হবে বলেও জানান তিনি। পিডব্লুডি বিভাগের পরিদর্শনের পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, জানান তিনি।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...