Monday, May 19, 2025

অলিম্পিক্সে লক্ষ্যের পারফরম্যান্সে হতাশ গাভাস্কর, খুললেন মুখ

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেও ব্যর্থ হন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। এগিয়ে থেকেও হারেন তিনি। এরপর লক্ষ্যের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। ভারতের ব্যাডমিন্টন প্রতিযোগীদের বলেছিলেন ‘দায়িত্বহীন’। এবার সেই সুরে সুর মিলিয়ে লক্ষ্যকে নিশানা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। রোহিতের বহু চর্চিত উক্তি টেনে আনেন তিনি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “ যদি প্লেয়ার পারফরম্যান্সের দায়িত্ব না নেয়, তাহলে কে নেবে? যেখানে আমার দেশ সোনা জিততে পারে, সেখানে কোনও রকম অজুহাত চলে না। হ্যাঁ, প্রকাশ পাডুকোন সকলের সামনে না বলে ড্রেসিং রুমে বলতে পারতেন। কিন্তু সবার সামনে বলার গুরুত্ব অনেক বেশি। লক্ষ্য যদি সত্যিকারের চ্যাম্পিয়ন হয়, তাহলে এগুলো ওর ভালোভাবে নেওয়া উচিত। আর নাহলে লক্ষ্য এরকম ভুলই করতে থাকবে।” এখানেই না থেমে গাভাস্কর বলেন, “ লক্ষ্য প্রথমে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে। প্রকাশ, বিমল কুমারদের যা করার ছিল করেছেন। কিন্তু যখনই জেতার মুহূর্ত আসা উচিত, তখন একটা কথাই মাথায় আসে। রোহিত শর্মার বলা ‘গার্ডেন মে ঘুমনেওয়ালা’-র মতো অবস্থা লক্ষ্যর।”

সেমিফাইনালে লক্ষ্য-এর হারের পর প্রকাশ পাডুকোন বলেছিলেন, “ আমি হতাশ ব্যাডমিন্টন থেকে পদক না আসায়। আমরা ৩টি পদকের জন্য লড়েছিলাম। অন্তত একটা পদক এলেও খুশি হতাম। কিন্তু এটাও বলতে হবে এই সরকার, সাই, টিওপি এবং ফেডারেশন তাদের কাজ দায়িত্ব সহকারে করেছে। ক্রীড়ামন্ত্রক ও বর্তমান সরকার যেভাবে সাহায্য করেছে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। এখন প্লেয়ারদের উচিত দায়িত্ব নেওয়া।”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে কেন ব্যর্থ ভারতীয় ক্রীড়াবিদরা? মুখ খুললেন বিন্দ্রা


spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...