Sunday, May 18, 2025

“ভরসা রাখুন”, আর জি কর-কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট কলকাতা পুলিশের

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে শুরু থেকেই সক্রিয় পুলিশ। ঘটনার খবর পাওয়ার পরই হাসপাতালে ছুটে গিয়েছিলেন কলকাতার পুলিশের (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা। ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কালপ্রিটকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নাওয়ার পরেও চলছে জোরদার তদন্ত।

এবার মানুষের ক্ষোভ দূর করতে আসরে নামল কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ, সোমবার একটি দীর্ঘ ফেসবুক পোস্টে পুলিশের উপর ভরসা রাখার আর্জি জানানো হয়েছে। এর পাশাপাশি লালবাজারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, দ্রুত ন্যায়বিচার হবে।

এই আবহে কলকাতা পুলিশের ‘ভরসা রাখুন’ পোস্টকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পোস্টে লেখা হয়েছে, “আরজি কর মেডিক্যাল কলেজে যে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এই কঠিন সময়ে আমরা সর্বান্তঃকরণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত।”

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে তদন্ত করছে লালবাজারই। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছেন। যদিও বিরোধী দল এবং সংগঠনগুলির অভিযোগ, ‘আসল অপরাধীদের’ আড়াল করা হচ্ছে। এই প্রেক্ষিতে কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, “আমাদের তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আমরা এক জনকে গ্রেফতার করেছি তথ্যপ্রমাণ-সহ। আরও কেউ ঘটনায় জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।”

‘ফেক নিউজ়’ বা মিথ্যা খবর নিয়েও সচেতন হওয়ার বার্তা দিয়েছে লালবাজার। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া খবর বা কোনও তথ্য আগে যাচাই করা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের বক্তব্য, মিথ্যা তথ্য এবং গুজবের কারণে তদন্তের গতি ব্যাহত হবে। পোস্টের একেবারে শেষে বিক্ষোভরত পড়ুয়াদের উদ্দেশে লেখা হয়েছে, “আমরা বুঝতে পারছি আপনাদের শোক, সমর্থন করছি আপনাদের ন্যায়বিচারের দাবি। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বাস রাখুন, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” রাজ্যের মানুষের প্রতি লালবাজারের বার্তা, তদন্ত ‘সঠিক পথেই’ এগোচ্ছে।

আরও পড়ুন:আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ চিকিত্‍সককে তলব লালবাজারে

 

spot_img

Related articles

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...