Thursday, December 4, 2025

বিবৃতি হাসিনার নয়! দাবি সজীবের, ইন্দো-বঙ্গ সম্পর্কে দুর্গাপুজোয় ছুটির ভাবনা

Date:

Share post:

বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বার্তা। বক্তব্য প্রকাশের প্রায় এক সপ্তাহ পরে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি সেই বক্তব্য আদৌ প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছিলই না। এমনকি তিনি ঢাকা ছাড়ার পর কোনও বিবৃতি এখনও দেননি বলেই দাবি জয়ের। যদিও এই কয়েকদিনে জল অনেক দূর গড়িয়ে যাওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করতে তৎপর বাংলাদেশ প্রশাসন। প্রয়োজনে দুর্গাপুজোয় তিনদিন সরকারি ছুটির পরিকল্পনাও করা হচ্ছে সেখানে।

সজীব একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, বাংলাদেশে ইস্তফা সংক্রান্ত একটি বিবৃতি যা তাঁর মায়ের নামে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। এমনকি হাসিনা তাঁকে নিশ্চিত করেছেন যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনও বিবৃতি দেননি। যদিও এর আগে সজীব পরস্পরবিরোধী কথা বলেছিলেন। শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চান না, বিবৃতি দিয়েও আওয়ামি লীগের শক্তিশালী হয়ে ফিরে আসার বক্তব্য বদলও করেছেন। তবে হাসিনার নামে প্রকাশিত বিবৃতি সঠিক না বিভ্রান্তিকর, তা নিয়ে হাসিনা এখনও কোনও বিবৃতি দেননি।

যদিও বাংলাদেশে অন্তর্বর্তী গঠনের পরে উপদেষ্টারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বার্তা দিচ্ছেন। একদিকে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধিতা কমানোর অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দেশের সংখ্যালঘু হিন্দুদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা চলছে। বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন উপদেষ্টারা ভারতের গুরুত্ব বুঝেই বিবাদের পথে না হেঁটে মিত্রতার দিকে যাওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও সেই ভালো সম্পর্কের প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে বিস্তার লাভ করেনি। পরবর্তীকালে দুদেশের মধ্যে সুসম্পর্কের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যেও যেন সম্পর্কের উন্নতি হয়। বাংলাদেশের মানুষকে ভারতকে ঘনিষ্ঠ বন্ধু ভাবার বার্তা দেন তিনি। তবে ভারতের পাশাপাশি চিনের সঙ্গেও বাংলাদেশ সুসম্পর্ক রাখবে স্পষ্ট করে দেন উপদেষ্টা।

দেশের বাইরে দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষার পাশাপাশি দেশের ভিতরে হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন জয়ের প্রচেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখওয়াত হোসেন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয় তিন দিনের ছুটির সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। সেই সঙ্গে ভারতেও এর চরম প্রতিক্রিয়া হয়েছে। সব দিক শান্ত রাখার জন্য তাই এবার দুর্গাপুজোয় ছুটির সুপারিশ। যদিও অন্তর্বর্তী সরকারের সুপারিশ কতটা রক্ষিত হবে নির্বাচিত সরকার গঠনের পরে, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন রাজনীতিকরা।

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...