ন্যাশানাল মেডিক্যালে ‘অনাহূত’ সুপার-অধ্যক্ষ, বিজ্ঞপ্তি ফেরানোর দাবিতে বিক্ষোভ

মঙ্গলবার সকালে সেখানে যান মন্ত্রী জাভেদ খান ও বিধায়ক স্বর্ণকমল সাহা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা

সোমবার আর জি করের ‘পদত্যাগী’ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশানল মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষের দায়িত্ব দেওয়া হয়। এরপরই পথে নেমে বিক্ষোভ দেখানো ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তবে মঙ্গলবার সেই বিক্ষোভের পারদ চড়ে। রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও বিধায়ক স্বর্ণকমল সাহা তাঁদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় গেলে পড়ুয়ারা প্রবল বিক্ষোভ দেখান। অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষকে ঢুকতে দেবেন না, এমন দাবি জানিয়ে অধ্যক্ষের ঘরের দরজা আটকে বিক্ষোভ দেখান তাঁরা।

ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়া ডাক্তারদের দাবি, আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে ন্যাশানাল মেডিক্যাল কলেজে। অবিলম্বে স্বাস্থ্য দফতরকে এই দুই নির্দেশিকাই প্রত্যাহার করতে হবে। আর জি কর ছেড়ে আসা দুই ব্যক্তিকে তাঁরা ন্যাশানাল মেডিক্যালে ঢুকতে দেবেন না, এমন দাবি জানিয়ে সোমবার রাত থেকেই তালা লাগিয়ে দেওয়া হয় মেডিক্যাল কলেজের গেটে।

মঙ্গলবার সকালে সেখানে যান মন্ত্রী জাভেদ খান ও বিধায়ক স্বর্ণকমল সাহা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। কার্যত তাঁদের কোনও কথা বলারই সুযোগ দেননি আন্দোলনকারী ডাক্তাররা। তবে সেই সময় ন্যাশানাল মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ অজয়কুমার রায় সেখানে গেলে তাঁকে কোনও বাধা দেননি পড়ুয়া ডাক্তাররা।