Monday, November 17, 2025

পড়ুয়া ডাক্তারদের আন্দোলন রাজনীতির রঙ লেগে কলুসিত মঙ্গলবার। আন্দোলনের মঞ্চে বিশিষ্ট জনেদের প্রবেশ হয়ে সোমবার থেকেই ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীদের বার্তার থেকে লাইম লাইটে বেশি এসে পড়েছে সেলিব্রিটিরাই। এবার সরাসরি বাম-বিজেপি আর জি করের সামনে গুণ্ডাগিরিতে জড়ালো। হাসপাতালের বাইরে স্পষ্ট হয়ে যায় রাম-বাম আঁতাঁতও।

আন্দোলন মঞ্চের ফায়দা তুলতে মঙ্গলবার আর জি করে হাজির হন অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন গায়ক পল্লব কীর্তনিয়া, লেখিকা মীরাতুন নাহার। এর আগে রাজ্যের একাধিক ইস্যুতে কখনও সামনে আসতে দেখা যায়নি এই সেলিব্রিটিদের। স্বাভাবিকভাবে তাঁরা আর জি করের মঞ্চ থেকে নিজেদের ফায়দা তুলতে এলে এলাকা থেকে তাঁদের ঘিরে প্রতিবাদের আওয়াজ ওঠে।

অন্যদিকে সন্ধ্যায় হাসপাতালে রীতিমত গুণ্ডাগিরি করতে দেখা যায় বামেদের। হাসপাতালের গেট ভেঙে পুলিশকে রীতিমত ধাক্কা মেরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বামনেত্রী মীনাক্ষি সহ হামলাকারীরা। হাসপাতালে সংস্কারের কাজকে আটকে দেওয়া হয়। তাঁরা দাবি করে প্রমাণ লোপাটের চেষ্টায় ঘটনাস্থল সেমিনার হলে ভাঙচুর চালানো হচ্ছে দুদিন ধরে। যদিও সংস্কারের কাজ হচ্ছিল তার উল্টোদিকে। পুলিশের সঙ্গে হাতাহাতি করে রবিবার ‘নজির’ রেখেছিল বাম ছাত্র-যুব কর্মীরা। মঙ্গলবার একেবারে গুণ্ডাগিরি চালানোর চেষ্টা করে তারা।

রবিবার থেকেই আর জি করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল বামেরা ও বিজেপি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। হাসপাতালের বাইরে যখন বামেরা বিক্ষোভ দেখাতে আসে, তখনই দেখা যায় বিজেপিকেও। পুলিশের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় বিজেপি কর্মীদেরও, ঠিক যেভাবে বামেরা হাসপাতালে পুলিশের উপর হামলা চালায়। এমনকি দুইদলের কর্মীদের দাবিতেও তদন্ত বা পুলিশের তথ্যপ্রমাণ জোগাড়ে কোনও সাহায্য করার বদলে শুধুই রাজনীতি করতে দেখা যায় রাম-বামকে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version