Thursday, May 15, 2025

গাজায় অনাথ ১৯ হাজার শিশু! তালিকায় নতুন তিনমাসের আবু হাইয়া

Date:

Share post:

নিজের দেশের ইতিহাস পড়তে গিয়ে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ যারা ইতিহাসের পাতায় পড়বে তাদের অনেকেই নিজেদের জীবনে এই যুদ্ধের সাক্ষ্য বহন করছে। রাষ্ট্রসংঘের হিসাবে প্রায় ১৭ হাজার শিশু এই যুদ্ধে অনাথ হয়েছে। তারপরেও বন্ধ হয়নি বোমার বর্ষণ। থামেনি সন্তানের পিতৃ-মাতৃহারা হওয়া বা বাবা-মায়ের কোল থেকে সন্তানের চলে যাওয়া। তালিকায় নতুন সংযোজন তিন মাসের রীম আবু হাইয়া।

গাজার খান ইউনুস এলাকায় আগে থেকে ঘোষণা করে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। আগে থেকে ঘোষণা করে এলাকা খালি করতে বলা হয়। তারপরে আকাশ থেকে বোমাবর্ষণ হলে মৃত্যু হয় দশজনের। বাবা-মাকে হারায় পাঁচ মাসের রীম আবু হাইয়া। সেই সঙ্গে তার তিন ভাই-বোনও মারা যায়, যাদের বয়স ছিল পাঁচ থেকে বারো বছরের মধ্যে। বোমাবাজির শেষে নিঃসঙ্গ আবু হাইয়াকে উদ্ধার করা হয়।

প্রায় দশমাস ধরে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে সবথেকে বড় ক্ষতির মুখে গাজার শিশুরা, একথা বারবার বলেছে রাষ্ট্রসঙ্ঘ। এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী গাজায় অনাথ হয়েছে প্রায় ১৯ হাজার শিশু। প্রতিদিন সেই সংখ্যাটা বাড়ছে। শিশুদের পাশাপাশি পরিবারহারা হয়েছেন বহু মহিলা। পুরুষশূন্য পরিবারের সাক্ষী থেকে গিয়েছেন প্রায় দশ হাজার। তার মধ্যে প্রায় ৬ হাজার মা। আবার সন্তানহারা হয়েছেন বহু বাবা-মা।

মঙ্গলবারের হামলায় একদিকে খান ইউনুস এলাকার আবু হাইয়া যেমন নিজের গোটা পরিবারকে হারিয়েছে, তেমনই সন্তান সহ গোটা পরিবার হারিয়েছেন মহম্মদ আবুয়েল কোমাসান। আবু হাইয়ার থেকে মাত্র কিলোমিটার দশেক ব্যবধানে আবুয়েল স্ত্রীয়ের সঙ্গে হারিয়েছেন দুই জমজ সন্তানকে, যাদের বয়স ছিল মাত্র চারদিন।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...