Wednesday, November 26, 2025

গাজায় অনাথ ১৯ হাজার শিশু! তালিকায় নতুন তিনমাসের আবু হাইয়া

Date:

Share post:

নিজের দেশের ইতিহাস পড়তে গিয়ে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ যারা ইতিহাসের পাতায় পড়বে তাদের অনেকেই নিজেদের জীবনে এই যুদ্ধের সাক্ষ্য বহন করছে। রাষ্ট্রসংঘের হিসাবে প্রায় ১৭ হাজার শিশু এই যুদ্ধে অনাথ হয়েছে। তারপরেও বন্ধ হয়নি বোমার বর্ষণ। থামেনি সন্তানের পিতৃ-মাতৃহারা হওয়া বা বাবা-মায়ের কোল থেকে সন্তানের চলে যাওয়া। তালিকায় নতুন সংযোজন তিন মাসের রীম আবু হাইয়া।

গাজার খান ইউনুস এলাকায় আগে থেকে ঘোষণা করে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। আগে থেকে ঘোষণা করে এলাকা খালি করতে বলা হয়। তারপরে আকাশ থেকে বোমাবর্ষণ হলে মৃত্যু হয় দশজনের। বাবা-মাকে হারায় পাঁচ মাসের রীম আবু হাইয়া। সেই সঙ্গে তার তিন ভাই-বোনও মারা যায়, যাদের বয়স ছিল পাঁচ থেকে বারো বছরের মধ্যে। বোমাবাজির শেষে নিঃসঙ্গ আবু হাইয়াকে উদ্ধার করা হয়।

প্রায় দশমাস ধরে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে সবথেকে বড় ক্ষতির মুখে গাজার শিশুরা, একথা বারবার বলেছে রাষ্ট্রসঙ্ঘ। এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী গাজায় অনাথ হয়েছে প্রায় ১৯ হাজার শিশু। প্রতিদিন সেই সংখ্যাটা বাড়ছে। শিশুদের পাশাপাশি পরিবারহারা হয়েছেন বহু মহিলা। পুরুষশূন্য পরিবারের সাক্ষী থেকে গিয়েছেন প্রায় দশ হাজার। তার মধ্যে প্রায় ৬ হাজার মা। আবার সন্তানহারা হয়েছেন বহু বাবা-মা।

মঙ্গলবারের হামলায় একদিকে খান ইউনুস এলাকার আবু হাইয়া যেমন নিজের গোটা পরিবারকে হারিয়েছে, তেমনই সন্তান সহ গোটা পরিবার হারিয়েছেন মহম্মদ আবুয়েল কোমাসান। আবু হাইয়ার থেকে মাত্র কিলোমিটার দশেক ব্যবধানে আবুয়েল স্ত্রীয়ের সঙ্গে হারিয়েছেন দুই জমজ সন্তানকে, যাদের বয়স ছিল মাত্র চারদিন।

spot_img

Related articles

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...