R G Kar-কাণ্ড: রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI, চাপ বাড়ালেন মমতা

রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI। R G Kar-কাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম থেকেই আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের তীব্র নিন্দা-প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী। ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির দাবি জানান খোদ মুখ্যমন্ত্রী। বলেন, সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই। তবে, পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের উপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী। বেহালার অনুষ্ঠান মঞ্চ থেকে জানালেন, রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI।

মমতা বলেন, “রবিবার পর্যন্ত আমি সময় দিয়েছিলাম পুলিশকে। কারণ তদন্তে ন্যূনতম সময় লাগে। সেটা দেওয়া গেল না। তার আগেই হাই কোর্টে গেলেন। সব ভাল যার শেষ ভাল। কারণ, পুলিশ না করতে পারলে আমাকেই সিবিআইকে দিতে হত তদন্তভার।“ মুখ্যমন্ত্রী জানান, যে পুলিশ আধিকারিকরা আর জি কর কাণ্ডের তদন্ত করছিলেন তাঁরা বিশ্বের সেরা। এই প্রসঙ্গে বাংলাদেশের এমপি খুনের প্রসঙ্গ তুলে মমতা জানান, সেই ঘটনায় বাংলাদেশএর খুনিরা জড়িত। কিন্তু ধরেছে কলকাতার পুলিশ। বেঙ্গালুরুর বিস্ফোরণে তদন্ত করেছে কলকাতার পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন। বলেন, ” ঘটনার কথা শোনামাত্র কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে সঙ্গে ফোন করি। মেয়েটির বাবা, মায়ের সঙ্গে কথা বললাম। তাদের আমি বলেছিলাম, পুলিশ তদন্ত করবে। আমি ওদের ফাঁসি চাই। সারা রাত জেগে থেকে তদন্ত করিয়েছি। রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনার আমার সঙ্গে কথা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা তদন্ত করতে সময় লাগে। তা না করে কাউকে আগে থেকে দোষী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।”

এই প্রসঙ্গে হেতাল পারেখের ধর্ষণ-খুনের ঘটনা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ধনঞ্জয় ভট্টাচার্যের কেস মনে আছে তো? যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে, আমি পাপ বোধ করছি। আমাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল সিপিএম। আমরা সেটা চাই না। তাই তদন্তের আগে কাউকে জোর করে দোষী প্রমাণ করা হোক, সেটা আমি চাই না।”

আরও পড়ুন- পাঁচ বছর পরে ফের ডেঙ্গির টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

মুখ্যমন্ত্রীর কথায়, “আপনি দোষী লোককে ফাঁসি দিন, হাজারটা দোষী লোককে ফাঁসি কাঠে চড়িয়ে দিন, কিন্তু একজন নির্দোষকে যেন শাস্তি না দেওয়া হয়, সেটা মাথায় রাখবেন। পাশবিক অত্যাচারে আমরাও ফাঁসি চাই। কিন্তু মৃত্যুর নামে রাজনীতি বরদাস্ত করব না।” তিনি বলেন, পুলিশকে তিনি রবিবারের মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন। এবার তিনি সিবিআই-কেও সময় বেঁধে দিলেন। রবিবারের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি দিতে হবে- সাফ জানালেন মমতা।