নীরজের সঙ্গে কি প্রেম করছেন ? মুখ খুললেন মানু

এই নিয়ে মানু বলেন, “ আমি এসব নিয়ে কিছুই জানি না।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। নীরজ চোপড়া এবং মানু ভাকেরের একটি সাক্ষাৎ-এর একটি ভিডিও। আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন ছড়ায় , তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন মানু ভাকের আর নীরজ চোপড়া ? আর এই নিয়েই এবার মুখ খুললেন মানু নিজেই। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী জানান , এই সব তিনি কিছুই জানেনই না। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন মানু ভাকেরের বাবা রামকিষণ ভাকেরও।

এই নিয়ে মানু বলেন, “ আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই।”

সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন মানুর বাবা রামকিষন। তিনি বলেছিলেন, “ মানু বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। মানুর মা নীরজকে ছেলের মতো দেখে।”

আরও পড়ুন- কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?