দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার মধ্যরাতে দেশবাসীকে আন্তরিক শুভনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রতিবছরই স্বাধীনতা দিবসের মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করে। এবার ও তার ব্যতিক্রম নয়।

বুধবার সন্ধেয় কলকাতার বেহালা ও হাজরা মোড়ে পরপর দুটি অনুষ্ঠান করেন তৃণমূল সুপ্রিমো। এরপর রাত বারোটায় সোশ্যাল মিডিয়ায় তিনি মধ্যরাতে স্বাধীনতা পালন নিয়ে বার্তা দেন। একই সঙ্গে দেশমাতৃকাকে প্রণাম ও শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা দেশবাসীকে আন্তরিক শুভনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্পকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত! ইউনিসেফের কর্তার মুখে প্রশংসা রাজ্যের
