Monday, January 26, 2026

স্বাধীনতা দিবসেও চূড়ান্ত অপদার্থতা রেলের, মোদিরাজ্যে বড়সড় দুর্ঘটনা এড়াল মুম্বইগামী এক্সপ্রেস!

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day) দিনেও চূড়ান্ত অপদার্থতা ভারতীয় রেলের (Indian Railways) অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আহমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস (Double Decker Express)। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন মোদি রাজ্য গুজরাটের(Gujrat) ভদোদরা স্টেশনের কাছে গোথানগাম ইয়ার্ডে দোতলা ট্রেনের মূল অংশ থেকে দু’টি কামরা পৃথক হয়ে যায় বলে খবর। সূত্রের খবর, চলন্ত ট্রেন থেকে একেবারে আলাদা হয়ে যায় দুটি এসি কামরা। তবে বরাতজোরে বড়সড় বিপদ এড়ানো গেলেও, এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পশ্চিম রেল।


পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৮টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। দু’টি কামরা ট্রেনের মূল অংশ থেকে আলাদা হয়ে যায়। আর তার জেরেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন যাত্রীরা। তবে প্রাথমিক অনুমান, দু’টি কামরার মাঝে কপলারে সমস্যার কারণে এই দুর্ঘটনা। যদিও এখনও পর্যন্ত রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এক্সপ্রেসের চালক ও অন্যান্য রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আসে। এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইতিমধ্যে সামনের ও পিছনের অংশ নিকটবর্তী প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিন আচমকা বিপত্তির কারণে ট্রেন চলাচল বিঘ্ন হয়। ৭৮ তম স্বাধীনতা দিবসের যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে মোদি সরকারের রেল।


spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...