Wednesday, August 27, 2025
স্বাধীনতা দিবসের (Independence Day) দিন সকালে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিহত চিকিৎসকের বাড়িতে গেল সিবিআই-র (CBI) তদন্তকারী দল। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। বুধবারই কলকাতায় এসে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও হেফাজতে পেয়েছে সিবিআই। বৃহস্পতিবার এই মামলার তদন্তের স্বার্থেই নির্যাতিতার বাড়ি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি সূত্রের খবর, আরও তিনজনকে এই মামলায় তলব করেছে সিবিআই।
গত ৮ অগাস্ট রাতে মর্মান্তিক ওই ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার নির্যাতিতার বাড়ি গিয়েই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। পাশাপাশি সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া-চিকিৎসকরা হাসপাতালে ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেছে তদন্তকারীরা। এবার এই ঘটনায় আরও তিনজনকে তলবও করা হল। অন্যদিকে ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
তবে সিবিআই তদন্তের মাঝেই বুধবার রাতে আর জি কর হাসপাতালে কার্যত তাণ্ডবলীলা চলেছে। নতুন করে ফের অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গোটা ঘটনায় প্রবলভাবে আতঙ্কিত হাসপাতালের স্টাফরা। আপাতত ভাঙচুরের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে বলে খবর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version