আর জি করের নবনিযুক্ত অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই! কিন্তু কেন?

রাত দখলের নামে আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বুধবার রাতে তাণ্ডব চলেছে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে আসে সিবিআই(CBI)-এর তদন্তকারী দল। সূত্রের খবর, বেশকিছু সময় ধরে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে (suhrita Paul) জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই গোয়েন্দা। পাশাপাশি, “অভিশপ্ত” সেমিনার হলে সিবিআই- এর আরেকটি দল তল্লাশি চালায় ও সেমিনার হল ঘুরে দেখেন।

রাত সাড়ে দশটা নাগাদ আর জি করের অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়ে বাইরে আসেন সিবিআই আধিকারিকরা। এরপর নিজের গাড়িতে ওঠেন। সূত্রের খবর, তাঁর পরবর্তী গন্তব্য সিজিও কমপ্লেক্স। কিন্তু কী কারণে সুহৃতা পালকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয়।

এর আগে দীর্ঘক্ষণ আন্দোলনকারীরা নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে ঘেরাও করে রেখেছিলেন। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। লিখিত ভাবে নিরাপত্তার বিষয়টি স্পষ্ট করে জানাতে হবে এই দাবি তুলেছেন আন্দোলনকারীরা। অধ্যক্ষকে লিখিত ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও দাবি তাঁদের। সমস্ত প্রশ্নের জবাব না দিলে অধ্যক্ষকে যেতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু পরে সিবিআই তাঁকে নিয়ে বাইরে আসে।

হাসপাতালে বুধবার মধ্যরাতে তাণ্ডবের পর বৃহস্পতিবার সন্ধেয় সিবিআই আধিকারিকরা আসেন। বেশ কিছুক্ষণ হাসপাতালের জরুরি বিভাগ-সহ একাধিক জায়গা পরিদর্শন করে সিবিআই। এর পর প্রিন্সিপালের ঘরে পৌঁছন আধিকারিকরা। সদ্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সিবিআই। জানা যাচ্ছে, তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টায় প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হল। ঘটনার সময় এই হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন না ডাঃ সুহৃতা পাল।