আর জি করে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৯, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে গ্রেফতার

রাতের দখলের নামে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও ৯ জন। জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ। অনেকাংশে সেই ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।

ওই পোস্টে লালবাজারের তরফে আরও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার সহায়তায় পাঁচ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারও কয়েক জনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, “যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনও অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।”

মঙ্গলবার মধ্যরাতে আরজি করে (RG Kar Hospital) হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই জিজ্ঞাসাবাদ করন তাঁদের। তিনটি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে। আর জি কর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ! কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে ওই অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চায় পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়— ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’

আরও পড়ুন: চিকিৎসক তরুণী খুনে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ পথে মমতা