Saturday, August 23, 2025

পুজোর আগেই কাশ্মীর-সহ একাধিক রাজ্যে নির্বাচন, শুক্রেই দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিরোধীদের কাছে কোণঠাসা হওয়ার পর এবার ৪ রাজ্যের বিধানসভার দিকে নজর মোদি সরকারের (Modi Govt)। সূত্রের খবর, আগামী ৫ মাসের মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ড বিধানসভার (Assembly) মেয়াদ শেষ হচ্ছে। আর সে কথা মাথায় রেখেই এবার নির্বাচনের তোড়জোড় শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজই মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিধানসভার দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আগামী সেপ্টেম্বরের মধ্যে ভূস্বর্গে বিধানসভা নির্বাচন করাতেই হবে। চলতি মাসের শুরুর দিকেই অশান্ত ভূস্বর্গে গিয়ে সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে এসেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে শুক্রবার জম্মু ও কাশ্মীর-সহ মোট ৪ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়া মানে আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই হতে পারে ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন।

সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৬ নম্বর। অন্যদিকে আগামী বছরের জানুয়ারি মাসেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভারও। ফলে জম্মু ও কাশ্মীরের সঙ্গেই বাকি ৩ রাজ্যে বিধানসভা ভোট সারতে উঠেপড়ে লাগল বিজেপি। তবে সূত্রের খবর, শুধু এই রাজ্যের নির্বাচন নয়, পশ্চিমবঙ্গ বিধানসভার ৬ আসনে উপনির্বাচনের দিনক্ষণও এদিন কমিশন ঘোষণা করতে পারে বলে খবর।

 

তবে ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র হোক বা হরিয়ানা, জম্মু ও কাশ্মীর হোক কিংবা ঝাড়খণ্ড সব জায়গাতেই বিজেপিকে টেক্কা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। সেকারণেই লোকসভা ভোটের ফলাফল সামনে আসতেই বেকায়দায় মোদি সরকার। মহারাষ্ট্রে বিজেপি ও একনাথ শিন্ডের জোটকে পরাস্ত করেছে কংগ্রেস, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের জোট। হরিয়ানাতেও লোকসভা ভোটে বিজেপি আগের তুলনায় পাঁচটি আসন হারিয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মুক্তির পর বিজেপি শিবিরে যে চিন্তা বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...