Monday, November 3, 2025

চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স! পাকিস্তানে ভাইরাস হানা দিতেই ‘জরুরি সতর্কতা’ জারি WHO-র

Date:

Share post:

মাঙ্কিপক্স (Monkey Pox) সংক্রমণ নিয়ে এবার অশনি সংকেত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। হু-র তরফে সাফ জানানো হয়েছে ভয়াবহ আকার নিচ্ছে এই সংক্রমণ। যার কারণে ইতিমধ্যে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সতর্কতা জারি করেও বিশেষকিছু লাভের লাভ হবে না বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যে বিশ্বে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সবথেকে খারাপ পরিস্থিতি আফ্রিকায় (Africa)। ইতিমধ্যে কঙ্গোয় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫০ জনের। ভাইরাসের প্রকোপে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মধ্য ও পূর্ব আফ্রিকায়।

বিশেষজ্ঞদের মতে, Mpox ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগে শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যেত। কিন্তু এখন আর আফ্রিকার মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ সীমাবদ্ধ নেই। আফ্রিকা ছাড়িয়ে গোটা বিশ্বেই এই ভাইরাসের সংক্রমণ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। WHO-র তরফে আরও জানানো হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। তবে চিন্তার বিষয় হু-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র আফ্রিকাই নয় এবার পাকিস্তান ও সুইডেনেও এই ভাইরাস সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তানে ইতিমধ্যে ৩ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন বলে খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে একাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে এসেছিলেন বলে খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, শুধু আফ্রিকাই নয়, তার বাইরেও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর সময় যত গড়াচ্ছে এই বিষয়টি ততই উদ্বেগজনক হয়ে উঠছে। তবে মহামারি ছড়িয়ে পড়া রুখতে এবং জীবন বাঁচাতে বিশ্ববাসীকে একত্রিত হয়ে উদ্যোগ নিতে হবে।

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...