Monday, August 25, 2025

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দোষী না নির্দোষ তা আমরা বলতে পারি না। তবে ছাত্রছাত্রীদের তাঁকে নিয়ে ক্ষোভ হয়েছে। এই আবহে ২ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে যেভাবে আরজি কর থেকে অব্যহতি দিয়ে ন্যাশনাল মেডিক্যালে নিয়োগ করা হল, তাতে ভুল বার্তা গিয়েছে। আর জি করের (R G Kar Madical College And Hospital) ঘটনা নিয়ে করা শনিবারের পোস্টের ব্যাখ্যা দিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে জানালেন, এই লড়াইতে মমতা বন্দ্যোরাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) সক্রিয় ভাবে চাই ময়দানে।আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই কড়া ভাষায় নিন্দা করে আসছেন কুণাল ঘোষ। দোষীদের দ্রুত চিহ্নিত করে চরম সাজা দেওয়ার পক্ষে তিনি। তবে, প্রতিবাদ আন্দোলনের নামে বিরোধীদের রাজনীতির ঘোলা জলে মাছ ধরার প্রবণতাকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা। এই নিয়ে গত কয়েকদিনে অজস্র টুইট করেছেন তিনি। শনিবার, আর জি করের বিষয় নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,
“আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল কংগ্রেস ও বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি করছে বামরাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে।“

কুণালের এই পোস্ট ঘিরে যখন নানা মহলে, নানা জল্পনা, তখন নিজেই এর ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা। তিনি বলেন, “আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এবং মমতাদি সেটা প্রথম থেকেই স্পষ্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বোঝাচ্ছে। বাম-রাম শকুনির রাজনীতি করছেন। কিন্তু এই লড়াইতে মমতা বন্দ্যোরাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে চাই ময়দানে। ভুল কারা করেছে, তা বেরিয়ে আসুক। তদন্ত হবে। যারা দোষী, তারা ধরা পড়বে।“

পোস্টের লেখা ‘ভুল’ নিয়েও ব্যাখ্যা দেন কুণাল। তাঁর কথায়, “সন্দীপ ঘোষ (Sandip Ghosh) দোষী কি দোষী না, তা আমরা বলতে পারি না। তবে ছাত্রছাত্রীদের তাঁকে নিয়ে ক্ষোভ হয়েছে। এই আবহে ২ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে যেভাবে আর জি কর (R G Kar Madical College And Hospital) থেকে অব্যাহতি দিয়ে ন্যাশনাল মেডিক্যালে নিয়োগ করা হল, তাতে ভুল বার্তা গিয়েছে। মানুষ ভাবছে, তাহলে কি আড়াল করা হচ্ছে? মানুষ আমাদের ভুল বুঝেছে। কিছুদিন অপেক্ষা করে, তদন্ত শেষ হলে, তার পর এটা করলে ভালো হত। ততদিন তাঁকে স্বাস্থ্য দফতরে কোথাও পোস্টিং দেওয়া যেত। তাতে সন্দেহের বাতাবরণ এড়িয়ে যাওয়া সম্ভব হত।“ কুণালের অভিযোগ, “বাম-রাম উস্কে দিয়েছে।“ এই পরিস্থিতিতে সংগঠনকে রাস্তায় নামাতে অভিষেককে মাঠে চাইছেন তৃণমূল নেতা।






Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version