Monday, December 1, 2025

হোটেলে ঢুকে বিমানসেবিকাকে মারধরের অভিযোগ! ফের এয়ার ইন্ডিয়ার সুরক্ষা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়া। লন্ডনের (London) এক হোটেলে এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানসেবিকাকে নিগ্রহের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই বিমানকর্মী হোটেলের যে ঘরে ছিলেন, সেখানে গোপনে এক ব্যক্তি প্রবেশ করেছিলেন। ঘটনায় রবিবারই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থা সেই অভিযোগ স্বীকার করেছে। সূত্রের খবর, অভিযুক্তের ঘরে অনুপ্রবেশের সময় বিমানসেবিকা ঘুমোচ্ছিলেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করলে, ওই ব্যক্তি একটি হ্যাঙার দিয়ে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

যদিও ঘটনার পর থেকে ওই বিমানসেবিকাকে সবরকম সহযোগিতা ও পেশাদার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, বিমানকর্মীদের সুরক্ষা, নিরাপত্তাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে উড়ান সংস্থা। তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের বড় হোটেলের ঘরে বেআইনিভাবে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। তাতে আমাদের এক বিমানকর্মীর উপর বিরূপ প্রভাব পড়েছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। তবে এমন কাণ্ডের পর শুধু ওই বিমানসেবিকা নয়, লন্ডনের ওই হোটেলে থাকা উড়ান সংস্থার গোটা দলেরই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে। উড়ান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার তরফে লন্ডন পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। লন্ডনের ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে নিগৃহীতার পরিচয় গোপন রাখার আবেদনও জানানো হয়েছে।


spot_img

Related articles

এখানে স্লোগান নয়: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের কণ্ঠরোধের ‘হুমকি’ মোদির!

বিহার নির্বাচনের অজুহাত দিয়ে বিরোধী দলগুলির মুখবন্ধ করার পন্থা যে স্বৈরাচারী মোদি সরকার বরাবর নিয়ে আসে, তার ব্যতিক্রম...

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...