Wednesday, May 7, 2025

দায়িত্বে CBI,তদন্তে অগ্রগতি কোথায়? ‘সব অভয়ার বিচার’ চেয়ে প্রশ্ন টলিউডের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডে মহিলা ডাক্তারের ধর্ষণ- খুন প্রশ্ন তুলে দিয়েছে নারী নিরাপত্তা নিয়ে। প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে পথে প্রতিবাদে নেমেছেন বাংলার মহিলারা। সমর্থনে সব বয়সী পুরুষরাই। রাত দখলের কর্মসূচিতে অংশ নিয়েছে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এমনকি লন্ডনের বাঙালিরাও। সাধারণ মানুষের সঙ্গে এক সুরে বিচারের দাবি তুলেছে টলিউড (Tollywood)। রবিবারের বৃষ্টিভেজা বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির আবীর চট্টোপাধ্যায় (Abir Chattapadhyay),পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee),অঙ্কুশ হাজরা (Ankush Hazra),পাওলি দাম (Paoli Dam), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee)। ‘সব অভয়ার বিচার’ চেয়ে আর জি করের দিকে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা। ‘WeWantJustice’ স্লোগানে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন সেলেবরা।

টলিপাড়ার বিভিন্ন শিল্পীরা জানিয়েছিলেন তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার হবেন তাঁরা। দল-মত-নির্বিশেষে অপরাধীর শাস্তির দাবিতে বারবার সমাজমাধ্যমে সোচ্চার হয়েছেন বাংলা বিনোদন জগতের তারকারা। এদিনের মিছিল থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) জানান, সঠিক বিচার চাইছেন সবাই। কিন্তু সিবিআই এখনও কিছুই করে উঠতে পারেনি। রাজ্য পুলিশ তবু ১২ ঘণ্টার মধ্যে একজনকে ধরেছিল। কিন্তু তদন্ত ভার নেওয়ার ৫-৬ দিন পরেও কেন্দ্রের গোয়েন্দারা একজনকেও গ্রেফতার করতে পারেননি। অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)বলছেন তদন্ত যেভাবে ধীর গতিতে এগোচ্ছে তাতে বিচার পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। এদিন টলিউডের ‘একেন বাবু’ বলেন নতুন সরকারি নির্দেশে মহিলাদের রাতে কম ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই কথা সমর্থন করেন না। শাশ্বত, রাহুলরা বলেন শুধু রাত নয় প্রত্যেকটা মুহূর্ত নারীদের জন্য সুরক্ষিত হোক এটাই দাবি। পরিচালক অরিন্দম শীল বলেন এই প্রতিবাদ শুধু এই শহর বা রাজ্যের জন্য নয়। গোটা দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।


spot_img

Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...