Sunday, December 28, 2025

দায়িত্বে CBI,তদন্তে অগ্রগতি কোথায়? ‘সব অভয়ার বিচার’ চেয়ে প্রশ্ন টলিউডের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডে মহিলা ডাক্তারের ধর্ষণ- খুন প্রশ্ন তুলে দিয়েছে নারী নিরাপত্তা নিয়ে। প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে পথে প্রতিবাদে নেমেছেন বাংলার মহিলারা। সমর্থনে সব বয়সী পুরুষরাই। রাত দখলের কর্মসূচিতে অংশ নিয়েছে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এমনকি লন্ডনের বাঙালিরাও। সাধারণ মানুষের সঙ্গে এক সুরে বিচারের দাবি তুলেছে টলিউড (Tollywood)। রবিবারের বৃষ্টিভেজা বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির আবীর চট্টোপাধ্যায় (Abir Chattapadhyay),পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee),অঙ্কুশ হাজরা (Ankush Hazra),পাওলি দাম (Paoli Dam), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee)। ‘সব অভয়ার বিচার’ চেয়ে আর জি করের দিকে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা। ‘WeWantJustice’ স্লোগানে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন সেলেবরা।

টলিপাড়ার বিভিন্ন শিল্পীরা জানিয়েছিলেন তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার হবেন তাঁরা। দল-মত-নির্বিশেষে অপরাধীর শাস্তির দাবিতে বারবার সমাজমাধ্যমে সোচ্চার হয়েছেন বাংলা বিনোদন জগতের তারকারা। এদিনের মিছিল থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) জানান, সঠিক বিচার চাইছেন সবাই। কিন্তু সিবিআই এখনও কিছুই করে উঠতে পারেনি। রাজ্য পুলিশ তবু ১২ ঘণ্টার মধ্যে একজনকে ধরেছিল। কিন্তু তদন্ত ভার নেওয়ার ৫-৬ দিন পরেও কেন্দ্রের গোয়েন্দারা একজনকেও গ্রেফতার করতে পারেননি। অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)বলছেন তদন্ত যেভাবে ধীর গতিতে এগোচ্ছে তাতে বিচার পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। এদিন টলিউডের ‘একেন বাবু’ বলেন নতুন সরকারি নির্দেশে মহিলাদের রাতে কম ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই কথা সমর্থন করেন না। শাশ্বত, রাহুলরা বলেন শুধু রাত নয় প্রত্যেকটা মুহূর্ত নারীদের জন্য সুরক্ষিত হোক এটাই দাবি। পরিচালক অরিন্দম শীল বলেন এই প্রতিবাদ শুধু এই শহর বা রাজ্যের জন্য নয়। গোটা দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।


spot_img

Related articles

আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে...

সোমে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান, জোরকদমে ভিতপুজোর প্রস্তুতি 

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা...

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...