Saturday, August 23, 2025

টলিউডে ফের ভাঙনের ছবি, দেড় যুগের দাম্পত্যে ইতি অনিন্দ্য-মধুজার 

Date:

অস্থির পরিস্থিতিতে যখন বাংলার মন খারাপ পথে নেমে প্রতিবাদে টলিউড, ঠিক তখনই বিনোদন জগতে খারাপ খবর। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা, ঋষি কৌশিকের বিস্ফোরক পোস্ট এসব নিয়ে যখন চর্চা, তখনই খবর গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের (Madhuja Banerjee)দাম্পত্য ভাঙছে। রবিবাসরীয় সন্ধ্যায় রবীন্দ্র গানে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানালেন গায়কের স্ত্রী। বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও দুজনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান অনিন্দ্য-পত্নী।

‘চন্দ্রবিন্দু’ গায়ক নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। মধুজা নিজেও শিল্পী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’ অনিন্দ্য-মধুজার এই বিচ্ছেদের অনুরাগীদের মনেও জুড়েছে বিষাদের সুর। চলতি বছরের শুরু থেকে মৃত্যু, বিচ্ছেদ, আর অশান্তির খবরে তোলপাড় রাজ্য থেকে দেশ। আরও এক জুটি ভাঙার খবরে নেট দুনিয়া বলছে, ‘বছরটাই কি বিষাক্ত?’ উত্তর খুঁজছেন সবাই।


Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version