Tuesday, November 4, 2025

নিজের দোষেই ২০২৪ প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়েছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। সোমবার রাতে এমনটাই জানাল আন্তর্জাতিক ক্রীড়া আদালত তথা ক্যাস। তাদের মতে ওজনের সর্বোচ্চ সীমার কথা মাথায় রাখতে হবে কুস্তিগিরদের। পরিস্থিতি যা-ই হোক, যেমন হোক, এর কোনও ব্যতিক্রম হবে না। ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে নিয়ে বিস্তারিত রায় প্রকাশ করে এই যুক্তিই তুলে ধরে ক্যাস।

ভারতীয় কুস্তিগির যে পদক পাচ্ছেন না, সেটা ক্যাস আগেই জানিয়ে দিয়েছিল। সোমবার ২৪ পাতার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে ক্যাস। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে, সেই নিয়ম স্পষ্ট এবং প্রতিটি ক্রীড়াবিদের জন্য সমান। এক গ্রাম ওজন বেশি হলেও ক্রীড়াবিদকে বাতিল করা হয়।’’ ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘আবেদনকারীর (বিনেশ) ওজন যে সর্বোচ্চ সীমার বেশি ছিল, তা নিয়ে কোনও দ্বিমত নেই। শুনানিতে আবেদনকারী নিজেই এই কথা স্বীকার করেছেন। উনি জানিয়েছিলেন, ঋতুস্রাব চলার কারণে জল খাওয়া ও শরীরে জল থাকার জন্য ওজন বেশি হয়েছিল। এই যুক্তি মানা যায় না। উনি নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। তাই ওজন ঠিক রাখার দায়িত্ব আবেদনকারীরই ছিল।’’

২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করা হয় বিনেশকে। এরপর রুপোর জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন বিনেশ। তবে সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

আরও পড়ুন- এক ওভারে ৩৯ রান, যুবরাজের রেকর্ড ভাঙলেন এই ক্রিকেটার

 


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version