Monday, December 22, 2025

টাকা দিলেই প্রশিক্ষণ, মধ্যপ্রদেশের গ্রামে হাত পাকে বড় অপরাধে!

Date:

Share post:

মরলে মরো ছড়িও না। আত্মহত্যার কাল্পনিক স্কুলের চেহারা সৃজিত মুখার্জির হেমলক সোসাইটিতে দেখে যাঁরা গেল গেল রব তুলেছিলেন, তাঁদের জন্য সন্ধান থাকল দেশের অপরাধ প্রশিক্ষণ শিবিরের। কাল্পনিক প্রশিক্ষণ নয়, এখানে বাস্তবেই টাকা দিয়ে অপরাধের প্রশিক্ষণ নেন মধ্যপ্রদেশের বাসিন্দারা। রীতিমত স্কুলের মতো ধাপে ধাপে প্রশিক্ষণ, আর প্রশিক্ষণের শেষে পরীক্ষা পাশের ব্যবস্থা। সব জানলেও অপরাধীদের ক্ষমতা এতটাই বেশি যে মধ্যপ্রদেশ পুলিশের ক্ষমতাই হয় না এই এলাকায় ঢোকার।

এনসিআরবি-র রিপোর্টে শিশুদের প্রতি অপরাধের প্রবণতা যে সব রাজ্যের বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে তার মধ্যে শীর্ষে মধ্যপ্রদেশের নাম রয়েছে। তার একটা বড় উদাহরণ পাওয়া যাবে রায়গড় জেলার কাডিয়া, গুলখেড়ি এবং হুলখেড়ি গ্রামে। শিশুদের অপরাধ শেখানে অভিভাবকেরা ছোটবেলাতেই এখানে গুরুর কাছে নাড়া বাঁধেন। কোন শিশুর কেমন ক্ষমতা সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়।

রীতিমত সিস্টেমেটিক প্রশিক্ষণের ব্যবস্থা এই গ্রামগুলিতে। টাকার বিনিময়ে অপরাধের শিক্ষা পাওয়া গেলেও যোগ্যতা আগে যাচাই করা হয়। তার জন্য প্রশিক্ষণের পরে শিশু অবস্থা থেকেই বিভিন্ন অপরাধের কাজ করিয়ে পরীক্ষা নেওয়া হয়। পাশ করলে নতুন ধাপের প্রশিক্ষণ শুরু, একেবারে স্কুলের মতো। তবে যদি কোনও অপরাধী নিজেকে বিরাট দক্ষ বলে প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে গুরু নিজে অপরাধীর পরিবারকে আর্থিক পুরস্কার দেন।

প্রশিক্ষণের শেষে এখান থেকে অপরাধীদের ভাড়া করে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন জায়াগায়। কিন্তু এত বড় চক্র, এত পরিচিতি বা প্রমাণ থাকার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয় না মধ্যপ্রদেশ পুলিশের তরফে। পুলিশের শীর্ষকর্তাদের দাবি, এই গ্রামগুলিতে মাছি গলানোই দায়। অপরাধীদের আখড়া রক্ষা করতে সজাগ থাকে গোটা এলাকা।

spot_img

Related articles

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...