Monday, December 22, 2025

পুলিশের ভূমিকার পোস্টে ‘ভুল তথ্য’ ছিল: হাই কোর্টে স্বীকার সুখেন্দুশেখরের, পোস্ট মুছলেন সাংসদ!

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের বিষয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে স্যোশান মিডিয়ায় তাঁর করা পোস্টে ভুল তথ্য ছিল। মঙ্গলবার, হাই কোর্টে এই কথা স্বীকার করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Ray)। এমনকী, পোস্ট মুছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। আপাতত সুখেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশে দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।গত শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে CBI হেফাজতে নিয়ে জেরা করার কথা লিখেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু। পাশাপাশি, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও ওই পোস্টেই মন্তব্য করেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, আর জি কর-কাণ্ডের তিনদিন পর ডগ স্কোয়াড গিয়েছিল অকুস্থলে। কেন এত দেরি! প্রশ্ন তোলেন তিনি।

কিন্তু তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে কলকাতা পুলিশ। দাবি করা হয়, ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদৌ দেরি করা হয়নি। আর জি কর-কাণ্ড ও তার তদন্ত নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগে দু’বার সুখেন্দুকে (Sukhendu Shekhar Ray) তলব করে লালবাজার। তবে, লালবাজারে না গিয়ে গ্রেফতারির আশঙ্কায় সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় হাই কোর্ট।

মঙ্গলবারের শুনানিতে নিজের ভুল স্বীকার করেন রাজ্যসভার সাংসদ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে তিনি জানান, তথ্যগত বিভ্রান্তির কারণে ওই পোস্ট করে ছিলেন। সেটি মুছে ফেলবেন। তবে, প্রতিবেদন লেখার সময় সুখেন্দুশেখরের এক্স হ্যান্ডলে ওই পোস্টের দেখা যায়নি।






spot_img

Related articles

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...

বিপদ! কাকভোরে পুলিশের দ্বারস্থ উরফি

হঠাৎ বিপদগ্রস্ত সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)! অদ্ভুত ফ্যাশনে নিমেষের মধ্যেই ভাইরাল (Viral Urfi) হয়ে যান...

দিঘা-দার্জিলিংকে টেক্কা দিতে পর্যটনের নতুন ‘হটস্পট’ ঝাড়গ্রাম

শীতের আমেজে দিঘা-দার্জিলিংকে টেক্কা দিতে তৈরি জঙ্গলমহল। এখন বাঙালির ডেস্টিনেশনের তালিকার শুরুতেই উঠে এসেছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)...

কর্নাটকে অনার কিলিং! ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা কন্যাকে খুন

অন্তঃসত্তা মেয়েকে কুপিয়ে খুন বাবার! এই নৃশংস ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কর্নাটকের (Karnataka) হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। অভিযোগ...