Tuesday, August 26, 2025

দুই নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহ! বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর

Date:

স্কুলেই দুই নার্সারি পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের বদলাপুর। বিক্ষোভকারীদের দাবি এই ঘটনা যে কোনও নারীর যৌন নিগ্রহের থেকেও খারাপ, কারণ অপরাধের শিকার দুই শিশু যাদের বয়স চার বছরের মধ্যে। এই ঘটনার জেরে বদলাপুর বনধেরও ডাক দিয়েছে স্থানীয় গাড়িচালক থেকে ব্যবসায়ী সংগঠনগুলি। চাপের মুখে সিট গঠন করে দ্রুত তদন্তের আশ্বাস দিচ্ছে মহারাষ্ট্রের শিন্ডে সরকার।

গত সপ্তাহে থানের একটি পরিচিত স্কুলের দুই খুদে স্কুলেরই কর্মীর দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়। চার বছর ও সাড়ে তিন বছরের দুই শিশু সে সম্পর্কে কিছুই বলতে পারেনি। তবে স্কুলে যাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়। পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের কয়েক ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করে পরিবার। স্থানীয় ডাক্তারও শিশুদের যৌন নিগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় ১২ ঘণ্টা পরে রাজনৈতিক নেতার চাপে অভিযোগ নেয় পুলিশ। এরপরই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে ক্লাস টিচার, মহিলা সহায়িকাকে সাসপেন্ড করে। কিন্তু থামানো যায়নি স্থানীয়দের ক্ষোভ। স্কুলের কর্মীর ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয় গোটা বদলাপুর এলাকা। মঙ্গলবার সকাল থেকে রেললাইন আটকে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে থানে লাইনে ট্রেন চলাচল।

বেগতিক দেখে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করে মহারাষ্ট্র প্রশাসন। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ জানান, একজন মহিলা আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য চেষ্টা করছে দ্রুত মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে দ্রুত নির্যাতিতা শিশুদের বিচার পাইয়ে দিতে।

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version