Sunday, November 16, 2025

ডুরান্ড কাপের সেমিফাইনাল-ফাইনাল যুবভারতীতেই!অনুমতি পুলিশের, খুশি ফুটবলপ্রেমীরা

Date:

সম্প্রতি, আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছিল কলকাতা সহ গোটা রাজ্য। তাই আইন-শৃঙ্খলার কথা ভেবে এবং নিরাপত্তার স্বার্থে গত, রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে গ্রুপ লিগের ডার্বি ম্যাচটি বাতিল করা হয়। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিও অন্যত্র সরিয়েও নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। যা নিয়ে ফুটবলপ্রেমীরা একেবারেই খুশি ছিলেন না।

এরপর গতকাল, মঙ্গলবার যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এবং তাদের আবেদন সাড়া দিয়ে আয়োজক ও পুলিশ জানিয়ে দেয়, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে। যেখানে অংশ নিতে দেখা যাবে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে।

প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়া যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেই দাবিতেও একযোগে বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে, সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়।

গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কিছু সংখ্যক সমর্থকের সমর্থকদের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এরই মাঝে ভাল খবর। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে। কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজন করার অনুমতি দিল। এর আগে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। এবার সকলেই খুশি।

আরও পড়ুন:R G Kar: প্রাক্তন অধ্যক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version