Monday, November 3, 2025

আন্তঃমহাদেশীয় কাপের প্রস্তুতি শিবিরের ২৬ জনের দল ঘোষণা মার্কেজের

Date:

আগামী মাসে রয়েছে আন্তঃমহাদেশীয় কাপ।এই টুর্নামেন্টেই প্রথম পরীক্ষার মুখোমুখি হবেন মানোলো মার্কেজ। সেই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শিবির হবে ভারতের ফুটবল দলের।প্রস্তুতি শিবিরের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতের নতুন ফুটবল কোচ। এই ২৬ জনের মধ্যে থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

মার্কেজ বলেছেন, প্রথম বড় প্রতিযোগিতায় নামতে যাচ্ছি। তার আগে প্রস্তুতি সেরে নিতে চাই। ভাল ফল করতে হলে সঠিক দল তৈরি করতে হবে। সেই কারণেই প্রস্তুতি শিবির। আশা করছি, প্রত্যেক ফুটবলার নিজেদের সেরাটা দেবে।আমরা শক্তিশালী দল গড়ার চেষ্টা করব।

আন্তঃমহাদেশীয় কাপে ভারত ছাড়া রয়েছে মরিশাস ও সিরিয়া। ফিফা ক্রমতালিকায় ভারত এখন ১২৪ নম্বরে। সিরিয়া রয়েছে ৯৩ নম্বরে। তাই ভারতের সামনে কঠিন লড়াই। তবে মরিশাস সেই তুলনায় ধারেভারে অনেকটা দুর্বল। ক্রমতালিকায় ১৭৯ নম্বরে রয়েছে তারা।প্রতিযোগিতা শুরু ৩ সেপ্টেম্বর। সে দিন মুখোমুখি হবে ভারত ও মরিশাস। ৬ সেপ্টেম্বর সিরিয়া ও মরিশাসের খেলা রয়েছে। ৯ সেপ্টেম্বর ভারত বনাম সিরিয়া। প্রতিটি ম্যাচ হবে হায়দরাবাদে।

প্রস্তুতি শিবিরে ভারতীয় দল—
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, প্রভসুখন সিং গিল।
ডিফেন্ডার: নিখিল পুজারি, রাহুল ভেকে, চিংলেনসানা, রোশন সিং, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং, জিকসন সিং, নন্দকুমার, মহেশ নাওরেম, ইয়াসির মহম্মদ, লালেংমাওয়াইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাথাংগা খাওয়ালরিং।
ফরোয়ার্ড: কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিংহ, লিস্টন কোলাসো।

 

Related articles

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই...

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...
Exit mobile version