Tuesday, November 11, 2025

ডুরান্ড কাপের সেমিফাইনাল-ফাইনাল যুবভারতীতেই!অনুমতি পুলিশের, খুশি ফুটবলপ্রেমীরা

Date:

সম্প্রতি, আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছিল কলকাতা সহ গোটা রাজ্য। তাই আইন-শৃঙ্খলার কথা ভেবে এবং নিরাপত্তার স্বার্থে গত, রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে গ্রুপ লিগের ডার্বি ম্যাচটি বাতিল করা হয়। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিও অন্যত্র সরিয়েও নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। যা নিয়ে ফুটবলপ্রেমীরা একেবারেই খুশি ছিলেন না।

এরপর গতকাল, মঙ্গলবার যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এবং তাদের আবেদন সাড়া দিয়ে আয়োজক ও পুলিশ জানিয়ে দেয়, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে। যেখানে অংশ নিতে দেখা যাবে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে।

প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়া যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেই দাবিতেও একযোগে বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে, সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়।

গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কিছু সংখ্যক সমর্থকের সমর্থকদের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এরই মাঝে ভাল খবর। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে। কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজন করার অনুমতি দিল। এর আগে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। এবার সকলেই খুশি।

আরও পড়ুন:R G Kar: প্রাক্তন অধ্যক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version