Tuesday, August 12, 2025

ডুরান্ড কাপে স্বপ্নভঙ্গ, লাজংয়ের কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ডুরান্ড কাপে আর যুবভারতীতে খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ক্লেটন সিলভারা। ভরা গ্যালারির সামনে শিলংয়ের কৃত্রিম ঘাসের মাঠ বরাবরই কলকাতার দুই প্রধানের কাছে বড় কঠিন ঠাঁই। এদিন সেটা আরও একবার টের পেল ইস্টবেঙ্গল। শুরুতে পিছিয়ে পড়েও সমতা ফেরায় কার্লেস কুয়াদ্রাতের দল। তাতেও রক্ষণের ভুল আর গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। ১-২ গোলে হার মশালবাহিনীর।

লাজং ঘরের মাঠে সমর্থকদের সামনে তেড়েফুঁড়ে শুরু করেছিল। গা ঝাড়া দিয়ে ওঠার আগেই গোল হজম করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮ মিনিটের মাথায় লাল-হলুদ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে এগিয়ে যায় লাজং। হার্ডির কর্নার থেকে রুডওয়ার গোল করে লাজংকে এগিয়ে দেন।

পিছিয়ে পড়েও গোলশোধের জন্য সেই পরিকল্পিত ফুটবল দেখা যায়নি ইস্টবেঙ্গলের খেলায়। আক্রমণে ছিল না সেই ঝাঁজ। তার মধ্যেই ১৮ মিনিটে মাদিহ তালালের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাজং। কিন্তু বল পোস্টে লেগে প্রতিহত হয়। পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু ডেভিড লাললানসাঙ্গা ফাঁকা গোলে বল রাখতে পারেননি। ডেভিডের হেড ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও লাজংয়ের দাপট অব্যাহত থাকে। ম্যাচে ফেরার আশায় পিভি বিষ্ণু ও ক্লেটন সিলভাকে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। গোলের সুযোগও তৈরি হয়। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। বিষ্ণুর ক্রস থেকে চলন্ত বলেই দুরন্ত ফিনিশ করেন নন্দকুমার। কিন্তু লাল-হলুদ সমর্থকদের মুখের হাসি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ৮৩ মিনিটের মাথায় রক্ষণের ভুলে দ্বিতীয় গোল হজম ইস্টবেঙ্গলের। লাজংয়ের পরিবর্ত ফুটবলার ফিগো গোল করে ইস্টবেঙ্গলের আশায় জল ঢেলে দেন। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও গোলশোধ করতে পারেননি নন্দ, দিয়ামনতাকোসরা।

আরও পড়ুন- কেন্দ্রের গাইড লাইন নিয়ে মিথ্যাচার! তথ্য দিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন কুণাল

 

spot_img

Related articles

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan)...

পুলিশকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব: তীব্র প্রতিবাদ পুলিশ পরিবারের মহিলাদের

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব রাজ্য ও কলকাতা পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের...

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম...

শুধু IC-OC নন, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন: নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া...