Saturday, January 31, 2026

স্থগিত আগামিকাল কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ, কিন্তু কেন ?

Date:

Share post:

স্থগিত আগামিকাল কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। আগামিকাল কলকাতা লিগে ছিল মোহনবাগানের ম্যাচ। প্রতিপক্ষ ছিল রেলওয়ে এফসি। সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টে থেকে। তবে সেই ম্যাচ স্থগিত রাখা হয়েছে। এদিন এমনটাই জানান হয়েছে আইএফএ-এর পক্ষ থেকে। জানান হয়েছে, প্রায় একই সময় দু’জায়গায় খেলতে হত মোহনবাগানকে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হল।

আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছেন মোহনবাগান। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। সেই বিকেল ৪ টা থেকে। অপরদিকে ৩ টে থেকে কলকাতা লিগের ম্যাচ। প্রায় একই সময় দু’জায়গায় খেলতে হত মোহনবাগানকে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হয়। এই নিয়ে আইএফএ-এর পক্ষ থেকে বলা হয়, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে মোহনবাগান দল জামশেদপুরে। একই দিনে দু’টি ম্যাচ খেলতে হত তাদের। তাই কলকাতা লিগের ম্যাচটি স্থগিত। এই ম্যাচটি পরে হবে। তবে কবে হবে ম্যাচ , সেই দিন এখনও ঘোষণা করেনি আইএফএ। দ্রুত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।

আগামিকাল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান। জিততে পারলে সেমিফাইনালে। এই ম্যাচ নিয়ে বাগান কোচ জোসে মোলিনা বলেন, “নকআউটের মতো ম্যাচে সামনে যে-ই থাকুক, জিততেই হবে। পাঞ্জাবের দলটা ভাল। ডুরান্ড কাপে কেরল, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে ভালই লেগেছে। ওদের হারানো সহজ নয়। তবে নিজেদের নিয়েও বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতব এবং দর্শকদের আনন্দও দিতে পারব।”

আরও পড়ুন- কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হারতেই, কলকাতা থেকে সরল ডুরান্ডের একটি সেমিফাইনাল


spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...