ব্রিটিশ প্রথা! সমাবর্তনে ব্ল্যাক রোব-ক্যাপে নিষেধাজ্ঞা কেন্দ্রের

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সমাবর্তনে স্থানীয় প্রথাগত পোশাকের উপর গুরুত্ব দিতে হবে। রাজ্য অনুযায়ী পোশাক নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে

সিলেবাস থেকে মোগলদের ইতিহাস মুছে ফেলার মতো এবার স্বাস্থ্যক্ষেত্রের কলেজ, প্রতিষ্ঠানের সমাবর্তনে কালো রোব ও ক্যাপের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। গোটা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে যে ব্ল্যাক রোব ও ক্যাপকে সম্মানের প্রতীক হিসাবে দেখা হয়, ভারতে সেটা বাতিলের নির্দেশ কেন্দ্রের। এই পোশাক ব্রিটিশ উপনিবেশের সাক্ষ্য বহন করে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ অনুসারে শুক্রবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক একটি নির্দেশিকা জারি করে যেখানে বলা হয় স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পোশাকের নিয়মে পরিবর্তন আনা হবে। ব্ল্যাক রোব ও ক্যাপ নিয়ে উল্লেখ করা হয়, মধ্যযুগের ইউরোপীয় দেশগুলি এগুলি ব্যবহার করত যা ঔপনিবেশিক ধারাকে প্রতিফলিত করে। ব্রিটিশরা নিজেদের উপনিবেশগুলিতে যে প্রথা এনেছিলেন তার পরিবর্তন আনা দরকার।

সেই সঙ্গে দাবি করা হয়, স্বাস্থ্য দফতরের এইমস সহ বেশ কিছু প্রতিষ্ঠানে সমাবর্তনে এই পোশাক এখনও ব্যবহার করা হয়। এই পোশাক বাতিল করে সমাবর্তনে নতুন কী পোশাক ব্যবহার করা যায় তা নিয়ে মতামত চাওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলির কাছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সমাবর্তনে স্থানীয় প্রথাগত পোশাকের উপর গুরুত্ব দিতে হবে। রাজ্য অনুযায়ী পোশাক নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের কাছে প্রস্তাব পাশ করার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।