ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালে উল্টে গেল যোগীরাজ্যের বাস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

ভারতীয় যাত্রীদের (Indians) নিয়ে নেপালে (Nepal) উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি উল্টে যায়। বাসটিতে ৪০ যাত্রীই ভারতীয় বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাকি ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর। বাকি যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আচমকা কীভাবে যাত্রীবোঝাই বাসটি পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চালকের ভুলেই এই দুর্ঘটনা।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বেলায় নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকাই উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার সময়ই ঘটে যায় দুর্ঘটনা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও নেপালের সেনা দল এসে উদ্ধারকাজে হাত লাগায়। তবে পুলিশ সূত্রে খবর, বাসটি যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে নেপালে এসেছিল। বাসটির নম্বর প্লেট দেখে তা নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি নম্বর প্লেটের সূত্র ধরে বাসের মালিকের খোঁজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, পোখরা থেকে শুক্রবার সকালে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রওনা দেয় কাঠমাণ্ডুর উদ্দেশে। এদিকে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের মধ্যে কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা কিনা, তা খতিয়ে দেখছে যোগী প্রশাসন। গত মাসেও রাস্তায় ধস নেমে নেপালে নদীতে পড়ে মৃত্যু হয় ৬৫ জনের। মৃতদের মধ্যে ৭ ভারতীয় ছিলেন বলে খবর। মাস ঘুরতে না ঘুরতেই ফের নেপালে বাস দুর্ঘটনায় আরও বেশি ভারতীয়র মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।